ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে ৫০ টি মিগ২১ বাইসন বিমান রয়েছে। এদিকে, সদ্য হনমুনগড় এলাকায় মিগ ভেঙে পড়তেই তিন মহিলার মৃত্যু হয়। ঘটনায় নড়চড়ে বসে সেনা।
ফের আকাশ পথে যাত্রা শুরু মিগ বিমানের। (প্রতীকী ছবি)
খতিয়ে দেখা হচ্ছিল, আকাশ পথে পাড়ি দেওয়ার ক্ষেত্রে কতটা নিরাপদ ভারতীয় বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান। সদ্য রাজস্থানে এক দুর্ঘটনাগ্রস্ত হয় ভারতীয় বায়ুসেনার ওই বিমান। তারপরই গোটা মিগ ২১ বহরকেই বসিয়ে দেয় বায়ুসেনা। খতিয়ে দেখা হয় বিমানের নিরাপত্তা। তারপর এবার সেই বিমানকে উড়ানের ছাড়পত্র দিল সেনা।
গত ৮ মে রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ে মিগ ২১। তার জেরে তিনজন নাগরিক নিহত হন। এদিকে,ভারতীয় বায়ুসেনার ভাণ্ডারে ৫০ টি মিগ২১ বাইসন বিমান রয়েছে। এদিকে, সদ্য হনমুনগড় এলাকায় মিগ ভেঙে পড়তেই তিন মহিলার মৃত্যু হয়। ঘটনায় নড়চড়ে বসে সেনা। উল্লেখ্য, ভারতীয় সেনায় বহুদিন ধরে সংযুক্ত রয়েছে মিগ ২১। যদিও বিমান দুর্ঘটনার পর সেই মিগ বিমানের বহরকে বসিয়ে দেয় সেনা। খতিয়ে দেখা হয় পরিস্থিতি। তারপরই ফের একবার আকাশে ওড়ার ছাড়পত্র দেওয়া হয় মিগকে।
উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনায় তিন স্কোয়াড্রন মিগ ২১ চালিত হয়। এই সমস্ত স্কোয়াড্রনই আকাশপথে ফের পথ চলা শুরু করেছে। বিভিন্ন ব্যাচে এই যুদ্ধবিমানগুলির পথচলা শুরু হয়েছে। উল্লেখ্য, মিগের স্কোয়াড্রন ২০২৫ সালের মধ্যে অবসরের পথে যাচ্ছে। মিগ ২১ এর বহরের মধ্যে মিগ বাইসন বহুবার কেড়েছে খবরের শিরোনাম। সদ্য আপগ্রেড হওয়া বায়ুসেনার এই যুদ্ধবিমান বহুবারই আকাশে দাপট দেখিয়েছে। শুধু যে মিগ ২১ বাইসনকেই বসিয়ে দেওয়া হয়েছে, তা নয়। সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারের নিরাপত্তাও সদ্য খতিয়ে দেখা হয়েছে। যেখানে সদ্য জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে মে ৪ এ একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই জায়গা থেকে এই নজরদারি বেশ তাৎপর্যপূর্ণ ছিল।