৬২ বছরের পুরোনো সিন্ধু জল চুক্তি (বা সিন্ধু জলবণ্টন চুক্তি) পুনর্বিবেচনা ও সংস্কার করার দাবি জানিয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠাল ভারত সরকার।
সূত্রের খবর, ভৌগোলিকভাবে যে নদীগুলি ভারত ও পাকিস্তান, দুই দেশের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে, সেই নদীগুলির ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। কিন্তু, সেই সমস্যা মেটানোর বদলে বরাবরই একরোখা মনোভাব দেখিয়েছে ইসলামাবাদ। সেই কারণেই ভারতের তরফে এই পদক্ষেপ করা হয়েছে।
নাম গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন, গত ৩০ অগস্ট এই চুক্তির ৭(৩) ধারা অনুসারে পড়শি দেশকে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ জানুয়ারি এই বিষয়েই একটি প্রস্তাব পেশ করেছিল ভারত। 'পরিবর্তনের জন্য বিজ্ঞপ্তি' শীর্ষক সেই প্রস্তাবের প্রেক্ষিতেই এই নোটিশ পাঠানো হয়েছে।
৭(৩) ধারা মেনেই এই চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চেয়েছে ভারত। নিয়ম অনুসারে, দুই দেশের সরকারের মধ্যে এই আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রায় ন'বছর ধরে লাগাতার আলোচনার পর ১৯৬০ সালে এই চুক্তি স্বাক্ষর করা হয়। সেখানে মধ্যস্থতাকারী হিসাবে উপস্থিত ছিল বিশ্ব ব্যাংক। তারাও এই চুক্তিতে স্বাক্ষর করেছিল।