Global Hunger Index 2022- মাত্র ৩,০০০ জনের ভিত্তিতে সমীক্ষা, ক্ষুধা সূচক র্যাঙ্কিং প্রত্যাখ্যান কেন্দ্রের
2 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2022, 08:18 PM IST- প্রত্যাখ্যান করল কেন্দ্র সরকার। একে দেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার ধারাবাহিক প্রচেষ্টা বলে অবিহিত করা হয়েছে। শনিবার বিশ্ব ক্ষুধা সূচকে খারাপ অবস্থানের প্রতিক্রিয়ায় এমনই বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, শিশু অপুষ্টি ও মাত্র ৩,০০০ জনের উপর চালানো 'মতামত ভোটে'র উপর ভিত্তি করে সমগ্র ভারতের জন্য পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২-এ ভারতকে ১২১টি দেশের মধ্যে ১০৭তম র্যাঙ্কিং দেওয়া হয়েছে। গত বছরের তুলনায় যা আরও ৬ ধাপ পিছিয়ে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার সব দেশের থেকে পিছিয়ে ভারত। ভারতের স্কোর ২৯.১। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এর প্রকাশক কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েলট হাঙ্গার হিলফে এই ক্ষুধার মাত্রাকে 'গুরুতর' হিসেবে চিহ্নিত করেছে।
এই কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড হল আয়ারল্যান্ডের একটি NGO। অন্যদিকে ওয়েলট হাঙ্গার হিলফে হল জার্মানির এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
প্রতিবেশী পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং মায়ানমার যথাক্রমে ৯৯, ৬৪, ৮৪, ৮১ এবং ৭১ স্থানে রয়েছে। সবাই ই ভারতের উপরে রয়েছে। অর্থাত্ যেই দেশে আপদকালে চাল-গম পাঠিয়ে ভারত সাহায্য করে, তারাও নাকি ভারতের থেকে ক্ষুধা মোকাবিলায় এগিয়ে!
তবে গতবারের মতোই এবারেও GHI-এর এই র্যাঙ্কিং প্রত্যাখ্যান করেছে কেন্দ্র।