মোদী জমানায় দুধ উত্পাদনে বিশ্বের এক নম্বর স্থান দখল করল ভারত Updated: 08 Feb 2023, 08:29 PM IST Soumick Majumdar কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশুপালন ও ডেয়ারি অধিদপ্তর দুগ্ধ খাতে আর্থিকভাবে দুর্বল গোপালকদের সহায়তা করার জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে। আর তারই ফল মিলছে হাতেনাতে।