মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়মে বদল ঘটেছে। ভারতের ওপর চাপানো হয়েছে অতিরিক্ত শুল্ক। এই আবহে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ডাক বিভাগ। আগামী ২৫শে অগস্ট থেকে আমেরিকার উদ্দেশে সমস্ত ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখতে চলেছে ভারত। কারণ হিসেবে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের নতুন শুল্ক নিয়ম এবং তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির অভাব।
আরও পড়ুন: শুল্ক নিয়ে ট্রাম্পের দাদাগিরি! জয়শঙ্করকে আমেরিকাকে নিয়ে কী বললেন চিনা বিদেশমন্ত্রী?
মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি শুল্ক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। এতদিন পর্যন্ত ৮০০ মার্কিন ডলার পর্যন্ত পণ্যের উপর শুল্কমুক্ত ছাড় মিলত। কিন্তু নতুন নির্দেশে সেই সুবিধা তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে আমেরিকায় পাঠানো প্রতিটি আন্তর্জাতিক ডাকপণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। তবে চিঠি, নথি ও ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার সামগ্রী এই নিয়মের বাইরে থাকবে।
ভারতীয় ডাক বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মার্কিন শুল্ক আদায়ের পদ্ধতি ও পরিবহন সংক্রান্ত প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। বিশেষ করে, কোন সংস্থা বা বাহক শুল্ক সংগ্রহ করবে এবং কীভাবে তা কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই কারণে মার্কিন গামী বিমান সংস্থাগুলিও জানিয়ে দিয়েছে, ২৫শে অগস্টের পর থেকে তারা চালান বহন করতে পারবে না।
এই পরিস্থিতিতে ডাক বিভাগ আপাতত আমেরিকার উদ্দেশে সব ধরণের ডাক পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই যেসব গ্রাহক অপ্রয়োজনীয় পণ্য বুক করেছেন, তারা চাইলে ডাক খরচ ফেরত পাবেন বলে আশ্বাস দিয়েছে বিভাগ। ডাক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। শুল্ক আদায় ও পরিবহন সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট হলেই পরিষেবা আবার স্বাভাবিক করার চেষ্টা করা হবে।’ উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এর জেরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনও বাড়ছে। ডাক পরিষেবা স্থগিত হওয়ার ঘটনা সেই প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল।