করোনা রোধে মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিকস খেলে হিতে বিপরীত হবে, সতর্ক করল World Health Organization (WHO)। হু বলছে যে লাগাতার অ্যান্টিবায়োটিকস খেলে ব্যাকটেরিয়ার রেজিসটেন্স বাড়বে। এর ফলে মৃত্যুর সংখ্যা বাড়বে।
WHO-এর ডিরেক্টর জেনালেন টেডরস ঘেবরেসাস বলেন যে অনেক ব্যাক্টেরিয়াল ইনফেকশনে আগের ওষুধ আর কাজ করছে না। হু মনে করে যে ভুলভাল ভাবে করোনার সময় অ্যান্টিবায়োটিকস খেয়ে এই সমস্যা আরও বাড়বে।প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় ব্যাকটেরিয়ার ঠিকঠাক অ্যান্টিবায়োটিকস না খেলে। ফলে আরও বৃদ্ধি পাবে অসুস্থের সংখ্যা। মারা যাবেন বেশি সংখ্যক মানুষ।
হু বলেছে যে খুব অল্প সংখ্যক করোনা রোগীদেরই চিকিত্সায় অ্যান্টিবায়োটিকস ব্যবহার করা উচিত। যাদের কোভিডের লক্ষণ খুব বেশি নেই. সেখানে অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে মানা করেছে হু। একই সঙ্গে যাদের ব্যাক্টেরিয়াল ইনফেকশন নেই, তাদের অ্যান্টিবায়োটিকস খেতে মানা করেছে হু। এই গাইডলাইনস সবার ফলো করা উচিত বলে জানান টেডরোস।
তিনি বলেন যে এটা খুবই বড় সমস্যা ও সঠিক ভাবে অ্যান্টিমোইক্রোব ওষুধ নেওয়ার ক্ষমতা হারাচ্ছে মানুষ। সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ৬৪ লক্ষ মানুষ। মৃত ৩. ৭৮ লক্ষ মানুষ।