সেনা ক্যাম্পের ভিতর সশস্ত্র সীমাবলের ৪৫ বি ব্যাটালিয়ানের ৩ জওয়ানের মৃত্যু ও ৯ জনের আহত হওয়ার ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। সেনার এক অফিসার সূত্রে জানা গিয়েছে, অমল পাতিল,পরশুরাম সাবার, মহেন্দ্র চন্দ্র বোপচের মৃত্যু হয় ক্য়াম্পের ভিতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এই তিন জওয়ানই মহারাষ্ট্রের বাসিন্দা।বিহারের বীরপুরের সুপুলে সেনা ক্যাম্পে নিজেদের টেন্ট সরাচ্ছিলেন ওই জওয়ানরা। তখনই ক্যাম্পের মধ্যে থাকা হাইটেনশন তারে তাঁরা আটকে পড়েন বলে খবর। এর জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দেশের এই তিন জন জওয়ানের। জানা গিয়েছে, তাঁরা ক্যাম্পের মধ্যে প্রশিক্ষণ নিচ্ছিলেন জওয়ানরা। এদিকে, ঘটনার জেরে উত্তর বিহারের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে দায়ী করেছে এসএসবি। তারা জানিয়েছে, 'আমরা ক্যাম্পের উপর দিয়ে যাওয়া হাই-টেনশন তারটি স্থানান্তরের জন্য বিদ্যুৎ দফতরকে চিঠি দিয়েছিলাম, কিন্তু বিভাগ এখনও পর্যন্ত এটিকে গুরুত্ব দিয়ে দেখেনি এর ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।' এসএসবির তরফে জানানো হয়েছে, ঘটনাটি নিয়ে বিদ্যুৎ সরবরাহকারী বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এসএসবি। এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন বিহারের পুর্নিয়ার ডেপুটি ইনসপেক্টর জেনারেল (এসএসবি) এসকে সারাঙ্গি। তিনি বলেন, 'এসএসবি জওয়ানরা ঘটনাস্থলেই মারা যান, নয়জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎাসধীন, তাঁদের অবস্থা স্থিতিশীল। একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনায়।' এদিকে, এসএসবির আরও একটি সূত্রের দাবি, নয় জন আহতের মধ্যে ৪ জনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁদের দারভাঙা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।