বুধবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে অন্ধ্র প্রদেশের তিরুপতিতে। পদপিষ্ট মৃত্যু হয়েছে ৬ তীর্থযাত্রীর। এছাড়াও আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষের। ঘটনার পর প্রত্যক্ষদর্শী এবং হতাহতের পরিবার ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চোখের সামনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা এখনও ভুলতে পারছেন না অনেককেই।
আরও পড়ুন: তিরুপতিতে কেন পদপিষ্ট হয়ে মৃত ৬? সামনে এল কারণ, 'ফাঁক ছিল', মানল TTD
একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। পুলিশ যখন তিরুমালা শ্রীবরী বৈকুণ্ঠদ্বার টিকিট কাউন্টারের কাছে টোকেন বিতরণের জন্য গেট খুলে দেয়। সেই সময় হুড়োহুড়ি পড়ে যায়। ভক্তদের ভিড় আছড়ে পড়ে। তারফলে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। তিনি জানান, গেট খুলে দেওয়ার সঙ্গেসঙ্গেই টোকেন নিতে তীর্থযাত্রীরা ছুটে আসেন। আগে টোকেন নেওয়ার মতো কোনও ব্যবস্থা ছিল না। তাতেই অনেকেই পড়ে যান। ওই প্রত্যক্ষদর্শী জানান, তাঁর পরিবারের ২০ জন সদস্যের মধ্যে ৬ জন আহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন মহিলা। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পদপিষ্ট হয়ে মৃতদের মধ্যে রয়েছেন মল্লিকা। তাঁর স্বামী বলেছেন, কীভাবে তাঁর স্ত্রী ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়েছিলেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী এবং অন্যরা যখন দর্শনের টিকিট নেওয়ার চেষ্টা করছিলেন তখন পদপিষ্ট হয়ে তার মৃত্যু হয়। আমি পরে আত্মীয়দের জানাই।’ তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি) বৃহস্পতিবার নিশ্চিত করেছে যে এই ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছে। তারা জানিয়েছে, কর্তৃপক্ষ ক্রমাগত পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছে।
তাদের তরফে টিটিডি-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, এটি দুর্ভাগ্যজনক ঘটনা যে ৬ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত, শুধুমাত্র একজন তীর্থযাত্রীকে শনাক্ত করা হয়েছে। অন্যদের এখনও শনাক্ত করা যায়নি। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি অসন্তোষ প্রকাশ করেছেন। টেলিকনফারেন্সে মুখ্যমন্ত্রী টিটিডি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ পরে পদদলিত হয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি ব্যথিত। আমার চিন্তাভাবনা তাদের সঙ্গে যারা তাদের কাছের এবং প্রিয়জনকে হারিয়েছেন।’