
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানের তেহরানে 'হত্যা' করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানাল জঙ্গি গোষ্ঠীটি। বিগত কয়েক মাস ধরে এই হামাসের সঙ্গেই যুদ্ধে লিপ্ত ইজরায়েল। এদিকে এই বিষয়ে হামাস কোনও বিবৃতি জারি করার আগে ইরানের রেভল্যুশনারি গার্ডও ইসমাইল হানিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করে শোকবার্তা প্রকাশ করেছিল। জানানো হয়, বুধবার ভোরে তেহরানে অবস্থিত ইসমাইল হানিয়ার অফিসে হামলা চালানো হয়েছিল। সেই হামলাতেই ইসমাইল হানিয়া এবং তাঁর এক দেহরক্ষী প্রাণ হারান। (আরও পড়ুন: ঈশ্বরের নিজের ভূমিতে প্রকৃতির তাণ্ডবলীলা, কেরলের ধসে মৃত বেড়ে ১৪৩)
আরও পড়ুন: বাংলাদেশে হিংসার ঘটনায় আরও কড়া হাসিনা, নিষিদ্ধ জামাত ও ইসলামি ছাত্র শিবির
উল্লেখ্য, গতবছর অক্টোবর থেকেই ইজরায়েলি সেনাবাহিনী গাজা ভূখণ্ডে হামাস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুদ্ধে লিপ্ত আছে। এরই মাঝে ৩৯ হাজারেরও বেশি সাধারণ মানুষের প্রাণ গিয়েছে গাজায়। প্রসঙ্গত, গতবছর ৭ অক্টোবর সকাল সকাল কয়েক হাজার রকেট গাজা ভূখণ্ড থেকে উড়ে এসেছিল দক্ষিণ ইজরায়েলে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল ইজরায়েলের বিস্তীর্ণ অঞ্চল। হামাস জঙ্গিরা সীমান্তের কাটাতার কেটে ইজরায়েলে ঢুকে পড়ে। অমানবিক তাণ্ডব চালায় তারা। সাধারণ মানুষকে বাড়িতে ঢুকে ঢুকে খুন করে হামাসের বন্দুকবাজরা। সঙ্গে অনেককেই অপহরণ করে তারা। এরপর ইজরায়েলও পালটা জবাবি হামলা চালায়। শুরু হয় যুদ্ধ।
গাজায় ইজরায়েলি সেনার হামলায় কয়েক হাজার প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। গাজায় যা পরিস্থিতি, তাতে সবথেকে বেশি ভুক্তভোগী সাধারণ নিরপরাধ প্যালেস্তিনীয়া। যুদ্ধ শুরুর সময়ে গাজায় ২৩ লাখের বসবাস ছিল। তবে ক্রমেই কয়েক লাখ মানুষ গাজা ছেড়েছেন। উল্লেখ্য, ২০০৭ সালে প্যালেস্তাইন অথোরিটির থেকে গাজা ভূখণ্ডের ক্ষমতা জোর করে ছিনিয়ে নিয়েছিল হামাস। তবে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত নয় তাদের সেই সরকার। তবে আক্ষরিক অর্থে গাজার প্রশাসন তাদেরই হাতে। আর এই হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইজরায়েল। তবে এই যুদ্ধে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের।
এদিকে গতকাল ইজরায়েলের তরফ থেকে লেবাননেও হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। এই অভিযানে হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর কমান্ডার ফাউদ শুকুরকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইজরায়েলি সেনা। উল্লেখ্য, গত শনিবার ইজরায়েলের দখলে থাকা গোলান হাইটসে হামলা চালিয়েছিল হিজবুল্লা। তারই প্রতিোধ নিতে লেবাননে পালটা হামলা চালায় ইজরায়েল। এই ফাউদ শুকুর নাকি ১৯৮৩ সালে বেইরুতে মার্কিন মেরিনদের ওপরে হামলার নেপথ্যে ছিল। সেই হামলায় ২৪১ জন মার্কিনির মৃত্যু হয়েছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports