GST Council Meeting 2022: কর সংক্রান্ত বিষয়ে জিএসটি আইনের আওতায় লিপিবদ্ধ অপরাধের ক্ষেত্রে যে ন্যূনতম অর্থের পরিমাণ ছিল, তা দ্বিগুণ করা হচ্ছে। সেইসঙ্গে জিএসটি পরিষদের বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্মলা সীতারামন। (ছবি সৌজন্যে পিটিআই)
আর অপরাধ থাকবে না তিন ধরনের বিষয়। তেমনই প্রস্তাব দিল জিএসটি পরিষদ। প্রস্তাবনা অনুযায়ী, এবার থেকে ওই তিন ধরনের বেআইনি কাজ অপরাধ হিসেবে গণ্য করা হবে না। সেইসঙ্গে জিএসটি আইনের আওতায় কর সংক্রান্ত কোনও মামলার ন্যূনতম অর্থ বাড়িয়ে দু'কোটি টাকা করা হচ্ছে।
শনিবার নয়াদিল্লিতে জিএসটি পরিষদের ৪৮ তম বৈঠকের পর কেন্দ্রের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা বলেন, ‘কয়েকটি অপরাধমূলক কাজ যাতে অপরাধ হিসেবে বিবেচনা না করা হয়, সেজন্য একটি বড়সড় সুপারিশ করা হয়েছে। তিন ধরনের অপরাধের ক্ষেত্রে (সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে)। কোনও আধিকারিককে দায়িত্ব পালনে বাধা দেওয়া বা আটকানো, ইচ্ছাকৃতভাবে বস্তুগত প্রমাণ নষ্ট করা এবং কোনও তথ্য প্রদান করতে না পারার বিষয়টি সেই তালিকায় আছে।’
কেন্দ্রের রাজস্ব সচিব আরও জানিয়েছেন, কর সংক্রান্ত বিষয়ে জিএসটি আইনের আওতায় লিপিবদ্ধ অপরাধের ক্ষেত্রে যে ন্যূনতম অর্থের পরিমাণ ছিল, তা দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ আগে যে অর্থের পরিমাণ এক কোটি টাকা ছিল, এখন তা বাড়িয়ে দু'কোটি টাকা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের রাজস্ব সচিব। সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভুয়ো ইনভয়েসের মতো অপরাধের ক্ষেত্রে সেই বিষয়টি প্রয়োজ্য হবে না।
কী কী সিদ্ধান্ত হয়েছে শনিবারের বৈঠকে?