অক্ষয় তৃতীয়ার পরদিনই ভারতীয় বাজারে কমল সোনা এবং রুপোর দাম। বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.০৬ শতাংশ বা ৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ৫০,৭৭৫ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দাম ৫৬ টাকা কমে ৬২,৪২৬ টাকার স্তরে পৌঁছে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের দুর্বলতার কারণে ভারতেও কমেছে সোনা এবং রুপোর দাম। নিউ ইয়র্কে এক আউন্স সোনার দাম ০.১২ শতাংশ কমে ঠেকেছে ১,৮৬৮.৩ মার্কিন ডলারে। একইভাবে কমেছে রুপোর দাম। এক আউন্স রুপো ০.১৮ শতাংশ সস্তা হয়ে গিয়েছে। দাম পড়ছে ২২.৬৩ মার্কিন ডলার।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
বিষয়টি নিয়ে 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-এ মেহতা ইক্য়ুইটিজের ভাইস-প্রেসিডেন্ট (কমোডিটিজ) রাহুল কালান্ত্রি জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা সামনে না আসা পর্যন্ত উত্থান-পতনের সাক্ষী থাকবে সোনা। আপাতত ভারতীয় বাজারে ১০ গ্রাম সোনা সমর্থন পাচ্ছে ৫০,৫৫০ টাকা থেকে ৫০,৩২০ টাকার স্তরে। বাধা পাচ্ছে ৫২,১১০ টাকা থেকে ৫২,৩৫০ টাকার স্তরে। রুপোর ক্ষেত্রে সমর্থন মূল্য ঠেকেছে ৬২,৬৫০-৬২,২১৫ টাকার স্তরে। বাধা পাচ্ছে ৬৩,৮৩০ টাকা থেকে ৬৪,২১০ টাকায়।