Gold-Silver Rate Today: ধনতেরাসের আগে সস্তা হল সোনা! Updated: 20 Oct 2022, 11:36 AM IST Soumick Majumdar ধনতেরাসের আগে কমল সোনা-রূপোর দাম। বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ বাজারে মূল্যবান ধাতুর দাম হ্রাস পেয়েছে। উল্লেখ্য, সোনা ও রুপোর দামের উপরে জিএসটি ধার্য করা হবে। সেই সঙ্গে দোকানের হিসাবে মজুরিও যোগ হতে পারে। ফলে সেক্ষেত্রে দাম ভিন্ন হবে।