‘এতগুলো বছরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। কিন্তু আমি বরাবরই এখানে কাজ করতে চেয়েছি কারণ আমি একজন হিন্দিভাষী ছেলে।’ বেশকিছুদিন আগে একটি সাক্ষাৎকারে Hindustan Times-কে কথাগুলি জানিয়েছিলেন টলিউডের 'বস' জিৎ। তবে এবার হঠৎ সুপারস্টারের সেই স্বপ্নই সত্যি হতে চলেছে।
জিৎ অভিনীত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজটি হিট। নীরজ পাণ্ডে নির্মিত এই সিরিজে জিতের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। আর এখন শোনা যাচ্ছে, এই সিরিজে কাজ করার পরই নাকি বেশকিছু হিন্দি ছবির প্রস্তাব এসেছে জিতের কাছে। এমনকি শোনা যাচ্ছে একটি হিন্দি ছবিতে নয়কের ভূমিকায় অভিনয়ের প্রস্তবও পেয়েছেন জিৎ। আবার এও শোনা যাচ্ছে, আরও একটা ছবিতে দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাবও নাকি পেয়েছেন অভিনেতা। যদিও এবিষয়ে জিৎ নিজে বা তাঁর টিমের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। বা কোন কোন ছবির প্রস্তাব এসেছে, এবিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি পাকাপাকিভাবে মুম্বইতে যাচ্ছেন কিনা, তা নিয়েও কিছু জানা যায়নি।
যদিও এর আগেও মুম্বইয়ে চুটিয়ে ‘চেঙ্গিজ’-এর প্রচারে করেছিলেন জিৎ। সেসময়ও সেই ছবিটিও জাতীয় স্তরে হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছিল। তবে তখন হিন্দিতে জিৎ-এর ‘চেঙ্গিজ’ তেমন সাড়া ফেলতে পারেনি। তবে সেসবই পুরনো কথা. আপাতত ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ দৌলতে মুম্বইতেও বেশ চর্চায় রয়েছেন জিৎ।
প্রসঙ্গত, সম্প্রতি Hindustan Times-কে সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন জিৎ? তিনি বলেছিলেন, ' এতগুলো বছরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। কিন্তু আমি বরাবরই এখানে কাজ করতে চেয়েছি কারণ আমি একজন হিন্দিভাষী ছেলে। অনেক সময়ই দেখা যায় আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে ১০-১৫ বছর কাজ করার পরও বলিউডে এসে অনেকে ভালো করে হিন্দি বলতে পারেন না। কিন্তু এটা আমার ইউএসপি যে অন্য আঞ্চলিক অভিনেতারা অনেক সময় যেটা পারেন না সেটা আমি পারি। আমার জন্য বাংলায় কাজ করাটা বরং অনেক বেশি চ্যালেঞ্জের, কারণ আমি হিন্দিতে ভাবি।' তাঁর সেই সাক্ষাৎকারের নানান অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আবার কোনও কোও ক্ষেত্রে এমন কথা বলে সমালোচনার মুখেও পড়েছিলেন জিৎ।
যদিও আবার হিন্দি ভাষী হলেও বাংলার দর্শকরা তাঁকে যে মনপ্রাণ দিয়ে আপন করে নিয়েছেন। টলিউডে দু’ দশক কাটিয়ে সেই অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করতেও কিন্তু ভোলেননি অভিনেতা। তবে সে যাই হোক, বলাই বাহুল্য‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-তে নিজের অভিনয় দিয়েই বলিউডের নজর কেড়েছেন জিৎ।
প্রসঙ্গত বর্তমানে মুম্বইতে দাপটের সঙ্গে কাজ করছেন বাংলার বহু অভিনেতা। সেই তালিকায় রয়েছে যিশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়-সহ আরও অনেকের নাম। এবার সেই তালিকাতেই নতুন সংযোজন হতে চলেছেন টলিউডের 'বস' জিৎ।