বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই আহ্বান জানানো হয়েছে।
রাজনাথ সিংয়ের দফতর থেকে এক পোস্টে বলা হয়েছে, 'মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগশেথ আজ সকালে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে কাপুরুষোচিত জঙ্গি হামলায় নিরীহ নাগরিকদের দুঃখজনক মৃত্যুর জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
'সেক্রেটারি হেগশেথ বলেছেন যে আমেরিকা ভারতের সাথে সংহতি প্রকাশ করেছে এবং ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সাথে সীমান্তে তার বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং ফরোয়ার্ড অবস্থানগুলিতে বিমান প্রতিরক্ষা ও আর্টিলারি ইউনিট মোতায়েন করেছে।
বিনা প্ররোচনায় পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে আলোচনা করতে মঙ্গলবার হটলাইনে কথা বলেছেন ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল। সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় পাক সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে ভারত।
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক সেনার বিনা প্ররোচনায় অস্ত্র ব্যবহারের পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনা। কর্মকর্তারা জানিয়েছেন, ২৭-২৮ এপ্রিল রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে সংঘর্ষবিরতি লঙ্ঘনের দ্রুত জবাব দেয় সেনাবাহিনী।
বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলা নিয়ে আলোচনা করেন।
জয়শঙ্কর বলেন, হামলার ষড়যন্ত্রকারী, মদদদাতা ও পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। গতকাল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মার্কিন @SecRubio সঙ্গে আলোচনা হয়েছে। এর অপরাধী, সমর্থক এবং পরিকল্পনাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।