বাংলা নিউজ > ঘরে বাইরে > Manipur Violence: বছরের শুরুতেই ফের হিংসা মণিপুরে! ৪ জনের মৃত্যু, বুলেটে আহত ৫, শান্তির আর্জি মুখ্যমন্ত্রীর
পরবর্তী খবর
Manipur Violence: বছরের শুরুতেই ফের হিংসা মণিপুরে! ৪ জনের মৃত্যু, বুলেটে আহত ৫, শান্তির আর্জি মুখ্যমন্ত্রীর
1 মিনিটে পড়ুন Updated: 02 Jan 2024, 08:05 AM ISTSritama Mitra
মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোর ফলে সেখানে কারফিউ আরও আটোসাটো করা হয়েছে। এর আগে গত বছর মণিপুরে অশান্তির জেরে ২০০ জনের মৃত্যু হয়েছিল।
গত বছর মে মাস থেকে অশান্ত মণিপুর।
(PTI)
বছরের প্রথম দিনেই ফের অশান্ত হয়েছে মণিপুর। মণিপুরের থৌবালে এক সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেখানে বুলেটবিদ্ধ হয়ে আহত হয়ে পড়েছেন ৫ জন। উল্লেখ্য , গত বছর মে মাস থেকে অশান্ত মণিপুর। এরপর নতুন বছরের শুরুতেই ফের একবার অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। মণিপুরের ঘটনার পর রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
এদিকে, জানা গিয়েছে, মণিপুরে নতুন করে অশান্তি ছড়ানোর ফলে সেখানে কারফিউ আরও আটোসাটো করা হয়েছে। এর আগে গত বছর মণিপুরে অশান্তির জেরে ২০০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রক্তাক্ত ছবির মাঝেই উঠে এসেছিল আরও এক ভয়াবহ দৃশ্য। মণিপুরের দুই মহিলাকে নগ্ন অবস্থায় রাস্তায় প্যারাডের দৃশ্যের ক্লিপ সেই হিংসা ঘিরে ভাইরাল হয়। গোটা দেশ সরব হয় সমালোচনায়। ঘটনার নিন্দা করেন প্রধানমন্ত্রী। বিরোধীরা সরব হয় এন বীরেন সিংয়ের ইস্তফার দাবিতে। উত্তাল হতে থাকে মণিপুর। উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজনৈতিক দিক থেকে। এরপর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে মণিপুর ঘিরে বেশ কিছু পদক্ষেপ করা হয়। কবে নতুন বছরের শুরুতেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ফের আতঙ্ক ধরিয়েছে।