পুরীর রথযাত্রা মানে মহাধুমধাম। লক্ষ লক্ষ মানুষের জমায়েত। তাই নিরাপত্তার কারণে এই সময় পুরীতে নানা কড়াকড়ি আরোপ করা হয়। বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় মন্দিরের সেবায়েতদেরও। বিশেষ করে রথে দায়িত্বে থাকা সেবায়েতদের বেশ কিছু নিয়ম মানা বাধ্যতামূলক। এই আবহে এবার রথাযাত্রায় বিশেষ এক নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে রথের বেশ কয়েকজন সেবায়েতদের বিরুদ্ধে। (আরও পড়ুন: যাদবপুরে পুলিশের জুতোতে লাগল আগুন, বাংলার কোথায় কেমন প্রভাব ভারত বনধের?)
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে পাককে মদত করা তুরস্কের নজর ভারতের পূর্বে, বাংলাদেশ সেনা বলল…
সূত্রের খবর, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (এসজেটিএ) কয়েকজন সেবায়েতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। রথযাত্রার সময় রথে দায়িত্বে থাকা সেবায়েতদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধ রয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই রীতি চালু রয়েছে। কিন্তু সব জেনেশুনেও রথযাত্রায় রথের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে কিছু সেবায়েতদের বিরুদ্ধে। যার জেরে পুলিশের কাছে দায়ের করা হয়েছে অভিযোগ । পুরীর বিশেষ কর্তব্যরত আধিকারিক (নিরাপত্তা) এসজেটিএ এই বিষয়ে সিংহদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। (আরও পড়ুন: ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, এই নিয়ে ক'টি আন্তর্জাতিক সম্মান পেলেন?)
আরও পড়ুন-উদ্বোধনের আগেই নদীতে তলিয়ে গেল রাস্তা! রাজস্থানে হুলুস্থুল-কাণ্ড
ওই পুলিশ আধিকারিক বলেন, 'এই বছর পুরীর রথযাত্রার সময় রথের ভেতরে মোবাইল ফোন নেওয়া বা ব্যবহার নিষিদ্ধ ছিল। তা সত্ত্বেও, কিছু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়া প্ল্যাটফর্মে দেখা গিয়েছে কিছু সেবায়েত রথে মোবাইল ফোন ব্যবহার করছেন।' নিয়ম অনুসারে, রথে মোবাইল ফোন ব্যবহার আচার-অনুষ্ঠানের পবিত্রতাকেই ব্যাহত করে । সেই সঙ্গে জীবন ও সম্পত্তির নিরাপত্তার স্বার্থেও এই নিয়ম প্রয়োগ। সেই জন্যই রথের মতো পবিত্র অনুষ্ঠানের পবিত্রতা ও সুরক্ষা বজায় রাখার জন্য নিয়ম লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। (আরও পড়ুন: অপারেশন সিঁদুরে কোনও রাফাল ভেঙে পড়ার কথা কি বলেছেন CEO? এবার নয়া দাবি করল দাসোঁ)
আরও পড়ুন: পাক-চিনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, কী বলছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ?
জানা গেছে, এসজেটিএ-র তরফে রথে মোবাইল ফোন ব্যবহার করার ছবি প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে। মন্দিরের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা আধিকারিকদের মতে, রথযাত্রার সময় মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা একটি দীর্ঘস্থায়ী প্রোটোকল। অনুষ্ঠানের ধর্মীয় পবিত্রতা রক্ষা এবং বিশাল জনসমাগমের মধ্যে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে রাখা হয়েছে।