তৃতীয় মোদি সরকার গঠনের আবহে অমিত শাহের সঙ্গে এক টেবিলে বসে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নবীন পট্টনায়ক ও নীতিশ কুমার। ()

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই, প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে Eastern Zonal Council (EZC)-এর বৈঠক উপলক্ষে ওড়িশার তৎকালনীন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বাড়িতে সাক্ষাৎ করেছিলেন অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় ও নবীন পট্টনায়ক। তাঁরা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেছিলেন।

একই ছবি, একই তথ্য-সহ প্রকাশ করেছিল , ও -এর মতো ওয়েবসাইটগুলো।
অতএব এখন এটা স্পষ্ট যে ভাইরাল ছবিটির সঙ্গে তৃতীয় মোদি সরকারের কোনও যোগ নেই। ছবিটি ২০২০ সালের।
Result: Missing Context
Source
News by , February 28, 2020
News by , February 28, 2020
News by, February 28, 2020
News by , February 28, 2020
(এই খবরটি Newschecker দ্বারা প্রকাশিত হয়েছিল, এটি শক্তি কালেকটিভের অংশ। শিরোনাম/ উদ্ধৃতি/ প্রাথমিক ভূমিকা প্যারাগ্রাফ ছাড়া বাকি খবরটি হিন্দুস্তান টাইমস বাংলার কর্মীদের দ্বারা সম্পাদিত নয়।
প্রাথমিকভাবে প্রকাশিত খবরটি এখানে: )