সত্যিই কি জন্ম নিয়েছে ইলন মাস্কের ১৩তম সন্তান? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। অ্যাশলে সেন্ট ক্লেয়ার নামক এক লেখিকা সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত দাবি করার পর থেকেই তুঙ্গে উঠেছে চর্চা। এদিকে এই সন্তানের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মাস্ক নিজে। তিনি বিষয়টি অস্বীকারও করেননি। তবে এই খবর নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন মাস্ক। মাইলো নামে এক এক্স ব্যবহারকারী এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, গত অর্ধদশক ধরে ইলনের সন্তানের মা হওয়ার পরিকল্পনা করছেন অ্যাশলে। সেই পোস্টে ইলন কমেন্ট করেছেন - 'Whoa'। আর সেখানেই ইলনকে তোপ দেগে পালটা কমেন্ট করেছেন অ্যাশলে। (আরও পড়ুন: ইলন মাস্কের ১৩তম সন্তানের 'মা' বলে নিজেকে দাবি, কেই এই লেখিকা?)
আরও পড়ুন: দিনহাটায় সীমান্তে বাংলাদেশিদের ঠেকিয়েছিল BSF, তারপরই BGB-র সাথে হল বৈঠক
নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, ইলনের সেই প্রতিক্রিয়ার জবাবে অ্যাশলে লেখেন, 'ইলন, বিগত অনেকদিন ধরেই আমি তোমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছি। তবে তুমি কোনও জবাব দিচ্ছ না। আর তার বদলে জনসমক্ষে এই ধরনের অপপ্রচারে তুমি প্রতিক্রিয়া দিচ্ছ? এই ব্যক্তি (মাইলো নামক এক্স ব্যবহারকারী) কিছুক্ষণ আগে আমার ১৫ বছর বয়সি অন্তরবাস পরিহিত একটি ছবি অনলাইনে পোস্ট করেছে।' পরে অবশ্য নিজের কমেন্টটি ডিলিট করে দেন অ্যাশলে। (আরও পড়ুন: 'আধঘণ্টা পরে পাই বোনকে, ততক্ষণে ও মরে গিয়েছে... রেললাইন পার করে দেহ নিয়ে যাই')
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের এক সন্তানকে জন্ম দিয়েছেন। মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তাঁর এই পোস্ট রীতিমতো ঝড় তুলেছে। দুনিয়া জুড়ে শুরু হয়েছে ইলন মাস্কের আরও এক সন্তান এবং তাঁর মাকে নিয়ে চর্চা। এদিকে নিজের পোস্টে সন্তানের পরিচয় গোপনীয়তা রক্ষার বিষয়টির জন্যে আবেদন করেন ক্লেয়ার। (আরও পড়ুন: দ্বিতীয় দফায় মার্কিন বিমানে ভারতে ফিরলেন ১১৯ জন অবৈধবাসী, কোন রাজ্যের কতজন এলেন?)
নিজের পোস্টে সেন্ট ক্লেয়ার লেখেন, 'পাঁচ মাস আগে আমি এই পৃথিবীতে এক নতুন প্রাণকে এনেছি। সেই সন্তানের পিতা ইলন মাস্ক। আমি এর আগে এই বিষয়টি জানাইনি। কারণ আমি আমার সন্তানের পরিচয়ের গোপনীয়তা রক্ষা করতে চাইতম। তবে সাম্প্রতিক সময়ে ট্যাবলয়েড মিডিয়াগুলি যা শুরু করেছে, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে যে এতে কোনও লাভ নেই।' এরপর ক্লেয়ার আরও লেখেন, 'আমি চাই আমার সন্তান সুস্থ স্বাভাবিক জীবন পাক। আর তাই আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি যাতে আমার সন্তানের গোপনীয়তা রক্ষা করা হয়। তাঁকে নিয়ে এমন কোনও রিপোর্টিং না করা হয়, যাতে তার গোপনীয়তা খর্ব হয়।' (আরও পড়ুন: পদপিষ্ট কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে মুখ খুললেন প্রত্যক্ষদর্শী IAF সারজেন্ট)
উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইলন মাস্ক এর আগে ২০ বছরে ১২ জন সন্তানের বাবা হয়েছেন। ২০০২ সালে প্রথমবার বাবা হয়েছিলেন ইলন মাস্ক। তাঁর প্রথম সন্তানের মা কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসন। তবে ইলনের প্রথম সন্তান মাত্র ১০ মাস বয়সেই মারা গিয়েছিল। এরপর আইভিএফ পদ্ধতিতে ইলন মাস্ক এবং নেভাদা পাঁচ সন্তানের অভিভাবক হয়েছিলেন। ২০০৮ সালে জাস্টিন উইলসন এবং মাস্ক বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। তারপরে অভিনেত্রী তালুলাহ রাইলিকে দু'বার বিয়ে করেন মাস্ক। তবে তাদের একসাথে কোনও সন্তান ছিল না। ২০২০ সালে গায়িকা গ্রিমসে মাস্কের সন্তানের মা হন। এরপর মাস্কের আরও দুই সন্তানের মা হয়েছিলেন গ্রিমসে। এদিকে নিজের কোম্পানি নিউরালিংকের আধিকারিক শিভন জিলিসের সঙ্গে মাস্কের দু'টি সন্তান আছে।