'জিওহটস্টার' ডোমেন কেনাবেচার বিতর্কে নাটকীয় মোড়! দিল্লির যে প্রযুক্তিবিদ দাবি করেছিলেন, তিনি জিওহটস্টার ডোমেন কিনে নিয়েছেন এবং প্রায় ১ কোটি টাকার বিনিময়ে সেই ডোমেন রিলায়েন্সকে বিক্রি করতে প্রস্তুত, এবার সেই ব্যক্তিই নাকি সেই ডোমেনটি দুই দুই বালক-বালিকাকে বিক্রি করে দিয়েছেন ইন্ডিয়া টুডে-র প্রকাশ করা একটি প্রতিবেদন অন্তত এমনটাই দাবি করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি দিল্লির ওই প্রযুক্তিবিদ দাবি করেন, তিনি ২০২৩ সালে সংশ্লিষ্ট ডোমেনটি কিনেছিলেন। কারণ, তাঁর অনুমান, ওই ডোমেন ব্যবহার করেই আগামী দিনে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার একত্রে এক নয়া ওটিটি প্ল্যাটফর্ম শুরু করবে।ওই প্রযুক্তিবিদ আরও দাবি করেন, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান। তাই প্রায় ১ কোটি টাকার বিনিময়ে সংশ্লিষ্ট ডোমেনটি মুকেশ আম্বানির সংস্থাকে বিক্রি করার প্রস্তাব দেন!এর জবাবে রিলায়েন্স গোষ্ঠী নাকি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেয় বলে দাবি করেন ওই ব্যক্তি!আর সেই কারণেই নাকি দিল্লির ওই প্রযুক্তিবিদ দুবাইয়ের বাসিন্দা দুই বালক-বালিকাকে, যারা সম্পর্কে ভাইবোন, তাদের এই ডোমেনটি বিক্রি করে দিয়েছেন! পিটিআই সূত্রে দাবি করা হচ্ছে, ওই ডোমেনের বর্তমান দুই মালিক হল ১৩ বছরের জয়নাম জৈন এবং তার বোন ১০ বছরের জীবিকা জৈন।শনিবার এই দু'জনের তরফে সংশ্লিষ্ট ডোমেনে একটি বার্তা আসে। তারা দাবি করে, এখন তারাই ওই ডোমেনের মালিক। এবং 'দিল্লির বাসিন্দা একজন তরুণ সফ্টওয়্যার ডেভেলপারের পাশে দাঁড়াতেই' তারা তাঁর কাছ থেকে এই ডোমেনটি কিনে নিয়েছে!দিল্লির সেই প্রযুক্তিবিদের মতোই এই দু'জনও ওই ডোমেনে একটি চিঠি লিখেছে। তাতে তারা তাদের ভারতে ছুটি কাটানোর বিস্তারিত বিবরণ দিয়েছে। সেই ভারত ভ্রমণকে তারা 'সেবা যাত্রা' বলে উল্লেখ করেছে।চিঠিতে দাবি করা হয়েছ, ভারতের থাকাকালীন তারা অন্য শিশুদের পড়াত এবং সেভাবেই তারা অনুদান বাবদ অর্থ উপার্জন করেছিল। পরবর্তীতে সেই টাকা দিয়েই তারা এই ডোমেনটি কেনে।তারা ওই চিঠিতে আরও লিখেছে, 'যদিও আমরা এখানে আমাদের যাত্রার কথা ব্যক্ত করেছি। কিন্তু, আমাদের লক্ষ্য হল - অন্যদেরও উৎসাহিত করা। তাই আমরা এই ডোমেনটি সকলের জন্যই খোলা রাখছি। যে কেউ চাইলেই টাকার বিনিময়ে এটি কিনতে পারেন। যাতে এই পবিত্র লক্ষ্যপূরণের অভিযান অব্যাহত থাকে।'এদিকে, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত রিলায়েন্স গোষ্ঠীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। তারা আনুষ্ঠানিকভাবে JioHotstar.com-এর নতুন মালিকদের সম্পর্কে কোনও বিবৃতিও জারি করেনি।