
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিখাইল মার্টিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। আচমকাই ট্রাম্পের চোখ যায় ভ্যান্সের পায়ের দিকে। ট্রাউজার্স আর জুতোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল তাঁর মোজা। তাতে ফুটে উঠেছে শামরক ডিজাইন। আয়ারল্যান্ডের ঐতিহ্যবাহী তিন পাতার ছাপ দেওয়া এই ডিজাইনের মোজা পরেছিলেন ভ্যান্স। যা দেখেই ট্রাম্প বলেন, ‘দারুণ লাগছে তো মোজা জোড়া! ব্যাপার কী?’ যা শুনে গুরুগম্ভীর আলোচনার মাঝেই উঠে হাসির রোল।
জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছিলেন। কিন্তু মাঝপথেই থেমে গিয়ে ভাইস প্রেসিডেন্টের ফ্যাশন চয়েস নিয়ে মন্তব্য করে বসেন। তিনি বলেন, 'আমি অনেকক্ষণ ধরেই মন দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছি, কিন্তু বারবার আমার নজর কেড়ে নিচ্ছে ভাইস প্রেসিডেন্টের মোজা। সত্যিই চমৎকার।' আর এই কথা শুনে ভ্যান্স ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী দু'জনেই হেসে ওঠেন। পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি আগে থেকেই জানতেন যে ট্রাম্প এই মোজার বিষয়ে কিছু বলবেন। এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো পোস্ট করে ভ্যান্স লেখেন, 'আমি জানতাম, উনি এটা নিয়েই মন্তব্য করবেন।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports