বাংলা নিউজ > ঘরে বাইরে > Donald Trump on 'reclaiming' Panama Canal: পানামা খাল 'ফিরিয়ে নেব', ওভাল অফিসে ঢুকেই দাবি মার্কন প্রেসিডেন্ট ট্রাম্পের
পরবর্তী খবর
প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই কখনও মজা করে কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য করার 'প্রস্তাব' দিয়েছেন, কখনও গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেছেন। এরই সঙ্গে এর আগে পানামা খাল পুনর্দখলের বার্তাও শোনা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের গলায়। আর ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ওভাল অফিসে ঢুকতে না ঢুকতেই ফের তাঁর গলায় 'পানামা কানাল ফিরিয়ে নেওয়ার' কথা। নিজের 'অভিষেক ভাষণে' ট্রাম্প বলেন, আমেরিকা পানামা খাল ফিরিয়ে নেবে। তাঁর অভিযোগ, পানামা খাল হস্তান্তরের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করেনি পানামা। ট্রাম্পের দাবি, পানামা এই খালে চিনা প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। যদিও ট্রাম্পের এই অভিযোগ খারিজ করেছে পানামা সরকার। (আরও পড়ুন: 'একা' হলেন মাস্ক, ট্রাম্পের মনোনীত DOGE কো-চেয়ারম্যানের পদে থাকবেন না রামাস্বামী)