'ভারতের জন্যেই' ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার টেবিলে বসছেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এখানে 'ভারতের জন্য'বলতে তিনি বোঝাতে চেয়েছেন, 'ভারতের ওপর শুল্ক চাপানোর ফলে'। গতকাল আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই তিনি বলেন, 'ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ মারা গিয়েছে। বে এখন আমরা যুদ্ধ থামানোর খুব কাছাকাছি আছি। এটা আমার যুদ্ধ ছিল না, বাইডেনের যুদ্ধ ছিল। তবে ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো কাজ করেছে। তারা আমাদের থেকে অস্ত্র কিনেছে।'
এরপর ট্রাম্প বলেন, 'সাম্প্রতিক সময়ে অনেক কিছুই হয়েছে যার জন্যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এটা বলছি না যে ভারতের সঙ্গে এর যোগ আছে। তবে হয়ত সেটার একটা প্রভাব ছিল...'। উল্লেখ্য, রাশিয়ার তেল কেনার জন্যে ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল, ভারতের ওপর শুল্ক বসিয়ে কি ইউক্রেন যুদ্ধ থামানো যাবে? সেই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, 'ভারতের ওপর শুল্ক চারানোর জন্য কী না জানি না, তবে মার্কিন প্রতিনিধি উইটকফের সঙ্গে ভালো আলোচনা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের।'
এদিকে গোটা বিশ্বের চোখ এখন আলাস্কার দিকে নিবদ্ধ। সেখানেই আগামী শুক্রবার, ১৫ অগস্ট, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন। গত সাড়ে তিন বছরে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর অবশেষে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে দুই নেতা আলোচনা করবেন সেখানে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পুতিনের সঙ্গে বৈঠকের দিনক্ষণ এবং স্থান জানান মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে ট্রাম্প লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী শুক্রবার আলাস্কায় বৈঠক করব। শীঘ্রই আরও তথ্য জানানো হবে।' এক দশকের পর ফের পুতিন আমেরিকায় পা রাখতে চলেছেন। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।