ক্রেতার ছদ্মবেশে অসাধু মদ ব্যবসায়ীকে শায়েস্তা করলেন জেলাশাসক। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য করলেন জরিমানাও।
Ad
মদের দোকানে জেলাশাসক (ইনস্টাগ্রাম)
বোতল পিছু ২০ টাকা বাড়তি! এই হিসাবেই ক্রেতাদের লুটছিলেন এক মদ ব্যবসায়ী। আর সেটা করতে গিয়েই শেষমেশ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হল তাঁকে। সৌজন্যে স্থানীয় জেলাশাসক। ক্রেতা সেজে হাতেনাতে ব্যবসায়ীর চুরি ধরে ফেলেন তিনি। উত্তরাখণ্ডের দেরাদুনের এই ঘটনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মদ ব্যবসায়ীর বিরুদ্ধে অসাধু উপায়ে বাড়তি রোজগারের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি প্রত্যেকটি মদের বোতলে এমআরপি অর্থাৎ, খুচরো বিক্রির জন্য নির্ধারিত সর্বোচ্চ দামের থেকেও অতিরিক্ত ২০ টাকা আদায় করছিলেন ক্রেতাদের কাছ থেকে। যেটা আইনত তিনি করতে পারেন না।
এই বিষয়টি জেলাশাসকের কানেও পৌঁছেছিল। তারপরই তিনি স্থির করেন নিজে যাবেন ওই দোকানে, নিজেই যাচাই করে দেখবেন, আদৌ এই অভিযোগ সত্যি কিনা।
সেই মতোই হঠাৎ ওল্ড মুসৌরি রোডের ওই মদের দোকানে গিয়ে হাজির হন জেলাশাসক। কিন্তু, সেখানে পৌঁছেই প্রথমে নিজের পরিচয় দেননি তিনি। বরং ক্রেতা সেজে কিছুক্ষণ ঘোরাঘুরি করেন।
বাকি খদ্দেরদের সঙ্গে কথা বলে জেলাশাসক জানতে পারেন, তাঁরা প্রত্যেকেই বোতল পিছু অতিরিক্ত ২০ টাকা দিয়ে এই দোকান থেকে মদ কেনেন। এরপরও জেলাশাসকও লাইনে দাঁড়িয়ে পড়েন।