
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Covid-19 Delta plus variant: করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস (Corona Delta Plus) ভ্যারিয়েন্ট গোটা দেশের করোনা পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে। ডেল্টা কোভিড-১৯-এর নবতম ও প্রচন্ড সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস।
ডেল্টা ভ্যারিয়েন্টকে ভারতে করোনার দ্বিতীয় ওয়েভের জন্য দায়ি করা হচ্ছে। কিন্তু এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরও বেশি মারাত্মক। এর ফলেই তৃতীয় ওয়েভ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।
এখনও পর্যন্ত বিশ্বের ১১টি দেশে মিলেছে এই নতুন ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট
SARS-CoV-2 করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এই ডেল্টা প্লাস B.1.617.2.1/(AY.1)
ডেল্টা স্ট্রেইনের (B.1.617.2 ভ্যারিয়েন্টের মিউটেশনে (Mutation) উদ্ভব হয়েছে এই ডেল্টা প্লাসের।
বলতে গেলে এখনও পর্যন্ত মিউটেশনের লিস্টে নতুন এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ফলে অ্যান্টিবডির বিরুদ্ধে এটি কতটা শক্তিশালী, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনও নেই।
মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেইল রুখতে পারেনি এই ভ্যারিয়েন্টকে। যাচাইয়ের পর এমনটাই জানিয়েছেন গবেষকরা। যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।
কতটা বিপদজনক এই ডেল্টা প্লাস ভেরিয়েন্ট?
ডেল্টা প্লাস মিউট্যান্ট স্ট্রেইনের দ্রুত হারে বাড়তে থাকা একটি ভেরিয়েন্টে K417N মিউটেশনের হদিশ পেয়েছেন গবেষকরা। দক্ষিণ আফ্রিকার বেটা ভেরিয়েন্টে এটি মেলে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই মিউটেশনের সঙ্গে ডেল্টা ভেরিয়েন্টের অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত হয়ে একটি অতি সক্রিয় ভাইরাসের রূপ নিতে পারে। ফলে আরও দ্রুত হারে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ডেল্টা প্লাসের বিরুদ্ধে করোনা টিকার কার্যকারিতা
প্রখ্যাত ভাইরোলজিস্ট এবং Indian Sars-CoV-2 Genomic Consortia (INSACOG)-এর প্রাক্তন সদস্য প্রফেসর শাহিদ জামিল চলতি সপ্তাহে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে নিজের আশঙ্কা প্রকাশ করেন।
এর কারণ হিসাবে তিনি বলেন, এই মিউটেশনে ডেল্টা ভ্যারিয়েন্টের বদ গুণগুলি তো রয়েছেই। এর পাশাপাশি এর সঙ্গী বেটা ভ্যারিয়েন্টের (K417N) ক্ষমতাগুলিও রয়েছে।
ইতিমধ্যেই আমরা জানি যে এই বেটা ভ্যারিয়েন্ট আলফা বা ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় ভ্যাকসিনের বিরুদ্ধে অনেকটাই বেশি শক্তিশালী। অর্থাত্ বেটার বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না বর্তমান ভ্যাকসিনগুলি থেকে।
ডঃ শাহিদ বলেন, বেটা ভ্যারিয়েন্ট থাকা দক্ষিণ আফ্রিকা (South Africa) সম্প্রতি অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার একটি ডেলিভারি ব্যবহার না করে ফেরত পাঠিয়ে দিয়েছে। এটাই এর সবচেয়ে বড় নিদর্শন।
ট্র্যাক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
গত ১৬ জুন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে মোট ২০০টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টর কেস ধরা পড়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৩টি, ব্রিটেনে ৩৬টি ধরা পড়েছে। নেপালেও মিলেছে ৩টি ডেল্টা প্লাস কেস।
ভারতে এখনও পর্যন্ত ৪০টি ডেল্টা প্লাস ভেরিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে সর্বপ্রথম (গত এপ্রিলে) ও সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports