দিল্লিতে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ আবিষ্কারের জন্য পুরনো দুর্গে আবারও খনন করা হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এই খননের অনুমোদন দিয়েছে। স্বাধীনতার পর থেকে এই নিয়ে ষষ্ঠবার খননকার্য চালানো হবে।
পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের খোঁজে দিল্লির পুরনো কেল্লায় ফের একবার খনন শুরু করবে ASI
পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ আবিষ্কারের জন্য দিল্লির পুরানো দুর্গে আবারও খনন কাজ চালানো হবে বলে বলে জানা গিয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই সেই খননের অনুমোদন দিয়েছে। স্বাধীনতার পর এই নিয়ে এখানে ষষ্ঠবার খননকার্য চালানো হবে ইন্দ্রপ্রস্থের খোঁজে। এবার দুর্গের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় খনন করা হবে বলে জানা গিয়েছে। এ জন্য অফিসার মোতায়েন করা হয়েছে। এর আগে এই দুর্গে প্রায় ছয় মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছিল ইন্দ্রপ্রস্থের খোঁজে। (আরও পড়ুন: হাসিনা ও তাঁর পরিবারের কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত ঢাকার, পরিমাণ জানলে মুখ হাঁ হবে)
এএসআই আধিকারিকদের মতে, এবার আরও গভীরে খনন করা হবে। খননের ফলে প্রাচীন ইন্দ্রপ্রস্থ শহর সম্পর্কে তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে। পূর্ববর্তী খননকার্যে মৌর্য যুগ, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, রাজপুত আমল, সুলতানি ও মুঘল আমলের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত, দাবি করা হয় যে দিল্লির পুরনো কেল্লাতেই পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ ছিল। যদিও এখনও পর্যন্ত এই দাবির পক্ষে কোনও প্রত্নতাত্ত্বিক পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। এমতাবস্থায় ফের ইন্দ্রপ্রস্থ খোঁজার চেষ্টা করতে চলেছে এএসআই। খননের সময় স্তরে স্তরে বিভিন্ন সময় অংশের প্রমাণ সংগ্রহ করা হবে। (আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'আজাদ কাশ্মীর' গ্রাফিতি, আঙুল 'অতি-বামদের' দিকে)