অরবিন্দ কেজরিওয়ালদের আবগারি নীতির জন্য ২,০০২ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। এমনই দাবি করা হল ক্যাগ (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া) রিপোর্টে। যে রিপোর্ট মঙ্গলবার বিধানসভায় পেশ করেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। আর শুধু আর্থিক লোকসান নয়, ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, নয়া আবগারি নীতির জন্য দিল্লিবাসীর স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে। কারণ মদের গুণগত মান নিয়ে আপস করা হয়েছিল। আর উপযুক্তভাবে পরীক্ষা ছাড়াই বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, একটি বোতলের সঙ্গে আরও একটি বোতল বিনামূল্যে যে দেওয়া হত, তা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে ক্যাগ।
মানদণ্ড পূরণ না হলেও লাইসেন্স প্রদান?
‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যে দিল্লিতে যত মদ সরবরাহ করা হয়, তার গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব বর্তায় আবগারি বিভাগের উপরে। অডিটে দেখা গিয়েছে, কয়েকটি ক্ষেত্রে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) মানদণ্ড পূরণ হয়নি। তারপরও লাইসেন্স প্রদান করা হয়েছিল। এমনকী কয়েকটি ব্র্যান্ড গুণগত মান, ক্ষতিকারক উপাদান, ভারী ধাতু, মিথাইল অ্যালকোহল এবং মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
ঠিক জায়গা থেকে রিপোর্ট তৈরি করা হয়নি?
সেখানেই অনিয়মের ঘটনা শেষ হয়নি বলে অভিযোগ করা হয়েছে। ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি লাইসেন্সধারী যে রিপোর্ট জমা দিয়েছিল, সেগুলি ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরি (এনএবিএল) অনুমোদিত গবেষণাগার থেকে তৈরি করা হয়নি।
আরও পড়ুন: Reaction of Mother in Law of Rekha Gupta: বউমা হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী! কী বললেন রেখার শাশুড়ি?
রিপোর্টে চূড়ান্ত ফাঁক, উঠল অভিযোগ
ওই বিষয়টি ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনের আওতায় গুরুত্বপূর্ণ। ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, অডিটের সময় রিপোর্টে একাধিক খামতি পাওয়া গিয়েছে। বিদেশি মদ সংক্রান্ত ৫১ শতাংশ রিপোর্টেই দেখা হিয়েছে যে সেটি এক বছরের বেশি পুরোনো অথবা পরীক্ষার কোনও তারিখ উল্লেখ করা হয়নি। অথবা কোনও পরীক্ষাই করা হয়নি বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: PM Narendra Modi on Delhi CM: ‘তৃণমূল থেকে উঠে এসেছেন…’ রেখা গুপ্তাকে নিয়ে আর কী বললেন মোদী?
যদিও দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি (আপ)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের বিধায়ক অতিশি দাবি করেছেন, কেজরিওয়াল সরকারের কারণে সরকারি কোষাগার থেকে ২,০০০ কোটি টাকার ক্ষতি হয়নি। বরং বিজেপির নিয়ন্ত্রিত ইডি, সিবিআই এবং লেফটেন্যান্ট জেনারেলের কারণে হয়েছে। তাঁদের কারণেই নয়া আবগারি নীতি কার্যকর করা যায়নি বলে দাবি করেছেন অতিশি।