ভারতে দ্রুত বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। চারদিনের কিছুটা কম সময় দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২,০০০ বেড়েছে।
দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫, মৃত ২
মঙ্গলবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে।
গুজরাতে মৃত্যু এক প্রৌঢ়ের, মৃত বেড়ে ১৩
গুজরাত : করোনায় আক্রান্ত হয়ে ৫২ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যে মৃত বেড়ে ১৩।
তামিলনাড়ুতে মৃত্যু আরও এক করোনা আক্রান্তের
তামিলনাড়ু : আরও এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনার শিকার হয়েছেন সাত। এছাড়াও আজ আরও ৬৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৬৯০। জানিয়েছে রাজ্য সরকার।
দিল্লিতে করোনা আক্রান্ত আরও ২৫, আক্রান্ত বেড়ে ৫৫০
দিল্লি : আজ আরও ২৫ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। দিল্লিতে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৫৫০। ৩৩১ জনের নিজামুদ্দিন যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের ইতিহাস বা কারোর সংস্পর্শে আসার প্রমাণ রয়েছে ১৭০ জনের ক্ষেত্রে। ৪৯ জন করোনা রোগী কীভাবে সংক্রামিত হয়েছেন, তা তদন্তসাপেক্ষ। জানার দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয়।
কাশ্মীরে মৃত্যু করোনা আক্রান্তের
জম্মু ও কাশ্মীর : কাশ্মীরে এক করোনার আক্রান্তের মৃত্যু হল। ফলে নয়া কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত বেড়ে দাঁড়াল তিন।
একদিনে নিউ ইয়র্কে করোনায় মৃত ৭৩১
গত ২৪ ঘণ্টায় নিউ ইয়র্কে করোনায় মৃত্যু হয়েছে ৭৩১ জনের। জানালেন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সংবাদসংস্থা এএফপির খবর।
একদিনে করোনার কবলে ৫০৮, আক্রান্ত বেড়ে ৪৭৮৯, মৃত্যু ১২৪ জনের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ সন্ধ্যা ছ'টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৮৯। মৃত্যু হয়েছে ১২৪ জনের। সেরে উঠেছেন৩৫২ জন।
সাত অ্যান্টিবডি নির্ভর র্যাপিড টেস্টে ছাড়পত্র
সাতটি অ্যান্টিবডি নির্ভর র্যাপিড টেস্টে ছাড়পত্র দিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি।
তিরিশে এপ্রিল পর্যন্ত বুকিং বন্ধ IRCTC চালিত ট্রেনে
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তিনটি ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) চালিত ট্রেনের বুকিং বন্ধ করা হল। তিনটি ট্রেনের যাত্রীরাই পুরো টাকা ফেরত পাবেন। জানিয়েছেন এক আধিকারিক।
জাপানে জরুরি অবস্থার ঘোষণা
করোনাভাইরাস পরিস্থিতিতে জাপানে জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৩ লাখ
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গিয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ২.৯৩ লাখের বেশি মানুষ।
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৭৫,০০০
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়ে গেল। জানাল সংবাদসংস্থা এএফপি।
মাসের শেষপর্যন্ত লকডাউন বাড়ানোর ভাবনাচিন্তা করছে সরকার
মাসের শেষপর্যন্ত লকডাউন বাড়ানোর ভাবনাচিন্তা করছে সরকার।
হটস্পট এলাকায় ১ লাখ র্যান্ডম টেস্ট হবে, জানালেন কেজরি
হটস্পট এলাকায় এক লাখ র্যান্ডম টেস্ট করবে দিল্লি সরকার। জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
করোনা আক্রান্ত ২ চিকিৎসক-সহ ১৮ স্বাস্থ্য কর্মী, দিল্লিতে বন্ধ ক্যানসার হাসপাতাল
দিল্লির স্টেট ক্যানসার ইনস্টিটিউটের দুই চিকিৎসক-সহ ১৮ জন স্বাস্থ্য কর্মীর শরীরে করোনার অস্তিত্ব মিলল। তারপর বন্ধ করে দেওয়া হল ওই হাসপাতাল। সংবাদসংস্থা এএনআইকে ওই হাসপাতালের সুপার বি এল শেরওয়াল জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই হাসপাতালের ১৯ জন ক্যানসার রোগীকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরে কাজ চলছে।
হাইড্রক্সিক্লোরোকুইন রফতানিতে বিধিনিষেধ শিথিল কেন্দ্রের
বিদেশ মন্ত্রক : মানবিক দিক থেকে বিচার করে যে প্রতিবেশী দেশগুলি আমাদের উপর নির্ভরশীল, তাদের নির্দিষ্ট পরিমাণ প্যারাসিটআমোল ও হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হবে। যেসব দেশগুলিতে করোনার ব্যাপক প্রভাব পড়েছে, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ ওষুধ পাঠানো হবে। তাই এ বিষয়ে কোনও রাজনৈতিক জল্পনা কাম্য নয়।
রাজ্যে করোনায় আক্রান্ত ৯১
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ সকাল ন'টা পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ জন।
দেশে করোনার কবলে ৪৪২১, মৃত্যু ১১৪ জনের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ সকাল ন'টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪,৪২১। মৃত্যু হয়েছে ১১৪ জনের। সেরে উঠেছেন ৩২৫ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন। গত ১৫ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪০।