কানাডার প্রধানমন্ত্রী হিসাবে জাস্টিন ট্রুডোর সময় ফুরিয়ে এসেছে। তার আগে বিদায়বেলায় নিজের ১০ বছরের প্রধানমন্ত্রিত্বের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ট্রুডো। মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার উপর বাড়তি শুল্ক চাপানোর হুঁশিয়ারি আসছে। কানাডা এবং মেক্সিকোর উপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। পরে তা স্থগিত রাখা হয়। ট্রুডো সে সব কথা বলতে গিয়ে জানান, সব সময় তিনি কানাডার স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন। কানাডাকেই অগ্রাধিকার দিয়েছেন নিজের সব সিদ্ধান্তে। (আরও পড়ুন: বাংলাদেশের ঘূর্ণি পিচে নাহিদরা ব্যাট করতে নামার আগেই 'আউট' দলের ৩)
আরও পড়ুন -Trump on Sunita: মহাশূন্যে আটকে পড়া সুনীতার চুলের প্রশংসায় ট্রাম্প, মহাকাশচারীকে বললেন…
কানাডার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী হিসাবে নিজের ১০ বছরের সময়কালের স্মৃতিচারণা করছিলেন ট্রুডো। তিনি বলেন, ‘আমি কানাডার প্রধানমন্ত্রীর অফিসে যতদিন ছিলাম, ব্যক্তিগত স্তরে সব সময়ে দেশের, দেশের মানুষের ভাল চেয়েছি। এই শেষ সময়েও আমি বলতে চাই, কানাডিয়ানদের আশাহত করব না।’ কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন ট্রুডো। তাঁর চোখ ছলছল করে ওঠে।পাশাপাশি কানাডার পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন, তা আচমকা স্থগিত করার সিদ্ধান্তকে কটাক্ষ করেন ট্রুডো। সঙ্গে কানাডাবাসীকে সতর্ক করে জানান, ভবিষ্যতে আরও কঠিন সময়ের মুখোমুখি হতে হবে তাঁদের। ট্রুডো জানান, রাশিয়ার ইউক্রেন আক্রমণ, পশ্চিম এশিয়ার সঙ্কট এবং ট্রাম্পের শাসনকাল পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। তাঁর কথায়, ‘আমি ১০ বছর ডোনাল্ড ট্রাম্পকে পেয়েছি। কানাডাবাসীর সেবা করতে পেরে আমি ধন্য।’ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের প্রসঙ্গে কানাডা কোনও ভাবেই পিছু হটবে না, জানিয়ে দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হল কর সম্পূর্ণ রূপে তুলে নিতে ওদের বাধ্য করা। তার জন্য আমাদের আরও কঠোর হতে হবে।’ (আরও পড়ুন: 'ড্রাগন ও হাতির নাচ...', ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ভারতকে সঙ্গে চাইল চিন)
কানাডার উপর যখন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প, তখনও কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রু়ডো। তিনি জানান, কানাডাও পাল্টা শুল্ক আরোপ করবে মার্কিন পণ্যের উপর। পরে অবশ্য সেই সিদ্ধান্ত স্থগিত হয়। আপাতত আমেরিকাও শুল্ক স্থগিত রেখেছে। ট্রুডোর মতে, কানাডার কঠোর অবস্থানের জন্য ট্রাম্প শুল্ক স্থগিত করতে বাধ্য হয়েছেন। (আরও পড়ুন: ‘বছরে একবার আসে হোলি, জুম্মার নমাজ ৫২ বার…’, পুলিশ আধিকারিকের মন্তব্যে বিতর্ক)
আরও পড়ুন: 'ভালোবাসা রইল', স্ত্রী ও তাঁর মাসিকে দায়ী করে হোটেল ঘরে আত্মঘাতী যুবক
অন্যদিকে, কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা কমেছে। সেই কারণেই জানুয়ারি মাসে পদত্যাগের কথা জানান ট্রুডো। তারপর দু’মাস বিদায়ী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন।আগামী ৯ মার্চ কানাডার লিবারাল পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন কানাডার প্রধানমন্ত্রী হিসাবে।এই আবহে ট্রুডো জানান, কানাডা এবং মেক্সিকো এই দুই প্রতিবেশীর উন্নতি হলেই মার্কিন যুক্তরাষ্ট্রেরও উন্নতি হবে।