ব্র্যাম্পটনে হিন্দু মন্দিরে ঢুকে হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে। এই আবহে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটার ঘোষণা করলেন ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন। তিনি দাবি করেছেন, সিটি কাউন্সিলে তিনি শীঘ্রই প্রস্তাব পেশ করবেন যাতে প্রার্থনাস্থলের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হয়। এই নিয়ে তিনি শহরের সলিসিটরদের পর্যালোচনা করতে বলেছেন। আগামী সিটি কাউন্সিলের বৈঠকে এই সংক্রান্ত আইনি ধারার বৈধতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। (আরও পড়ুন: মাদ্রাসে দাদুর থেকে গণতন্ত্রের জন্যে লড়াইয়ের গুরুত্ব শিখেছি: কমলা হ্যারিস)
আরও পড়ুন: ৫০০ কোটি খরচের ঘোষণা মন্ত্রীর, কেন্দ্রের থেকে বেশি ডিএ বাড়ল রাজ্যে
আরও পড়ুন: AQI ১৯০০ পার, লাহোরের বাতাসে 'বিষ'! ভারতকে 'দুষল' পাকিস্তান
উল্লেখ্য, ব্র্যাম্পটনের মন্দিরের সামনে খলিস্তানিদের বিক্ষোভ প্রদর্শন থেকেই হিংসা ছড়িয়ে পড়েছিল। এই আবহে অভিযোগ ওঠে, মন্দির চত্বরে ঢুকে দর্শনার্থীদের ওপর চড়াও হয় কট্টরপন্থী শিখরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করা হয়। তবে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, খলিস্তানিরা পতাকা নিয়ে ঢুকে পড়ে মন্দির চত্বরে। সেখানে দর্শনার্থীদের পতাকার লাঠি দিয়েই মারতে শুরু করে তারা। ভাইরাল ভিডিয়োতে হামলাকারী খলিস্তানিদের আটকাতে দেখা যায়নি। এদিকে অপর এক ঘটনায় সারে-র লক্ষ্মীনারায়ণ মন্দিরে খলিস্তানি এবং ভারতীয় বংশোদ্ভূতদের মুখোমুখি বিক্ষোভ দেখা যায়। সেই ঘটনায় তিন হিন্দুকে জোরপূর্বক গ্রেফতার করতে দেখা যায় সারে পুলিশকে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে সঞ্জয়কে কেন আড়াল করেছিলেন অভিজিৎ? 'মোটিভ' পেল সিবিআই?