প্রাক্তন আইএএস অশ্বিনী বৈষ্ণব। একেবারে চমকপ্রদ কেরিয়ার। ওড়িশা থেকে রাজ্যসভার বিজেপি সাংসদ। কর্মজীবনে অটল বিহারী বাজপেয়ীর সচিবও ছিলেন তিনি। এবার রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব অর্পন করা হয়েছে তাঁর উপর। ১৯৯৪ ব্যাচের আইএএস অফিসার। প্রায় ১৫ বছর ধরে তিনি পাবলিক-প্রাইভেট পলিসির উপর ভিত্তি করে একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। আইআইটি গ্র্যাজুয়েট অশ্বিনী বৈষ্ণব ২০০৮ সালে চাকরি ছেড়ে এমবিএ করার জন্য আমেরিকা পাড়ি দিয়েছিলেন। ফিরে আসার পর গুজরাটে তিনি নিজস্ব কোম্পানিও তৈরি করছিলেন। কর্পোরেটক্ষেত্রেও একাধিক নামকরা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। বালাসোর ও কটকের জেলাশাসকও ছিলেন তিনি। প্রশাসনিক ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। এমনকী প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য় হিসাবেও মনোনীত করা হয়েছিল তাঁকে। তবে তাৎপর্যপূর্ণভাবে তাঁকে সেই সময় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ঠিক যখন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের জন্য দরজা খুলছে একের পর এক। বিভিন্ন সরকারি ক্ষেত্রে বেসরকারি পুঁজি লগ্নির প্রতি যখন উৎসাহ যোগানো হচ্ছে তখনই তিনি এলেন রেল দফতরে। সূত্রের খবর ২০২৩-২৪ সালে দেশে প্রাইভেট ট্রেন চালানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে।