
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস। আলাদা। কিন্তু এক হয়ে গেল। গুলিয়ে যা-তা কাণ্ড করে ফেললেন বিজেপি সাংসদ। তাঁর এই গণ্ডগোল এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রাজস্থানের ভরতপুরের বিজেপি সাংসদ রাজনীতা হোমচণ্ডী কোলি। ১৫ স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানকার এক স্কুলে অতিথি হিসাবে ডাকা হয়েছিল তাঁকে। আর সেখানেই গণ্ডগোল করে ফেললেন সাংসদ।
প্রথমেই আজ, প্রজাতন্ত্র দিবস বলে শুরু করেন বিজেপি সাংসদ। শিশুদের উদ্দেশ্যে ভাষণের সময়ে তিনি বলেন, 'এই দিনই আমরা সংবিধান পেয়েছিলাম।'
সামনে তখন হলুদ রঙা স্কুল ইউনিফর্ম পড়ে কচিকাঁচারা বসে। অভ্যাস মতো হাততালিও দিতে দেখা গেল তাঁদের। পুরো বিষয়টায় যদিও ডায়াসের পাশে বসা শিক্ষককে একটু অস্বস্তিতে পড়তে দেখা গেল। একটু এদিক-ওদিক করে বসতে দেখা গেল তাঁকে।
স্কুলে উপস্থিত কোনও শিক্ষক, শিক্ষাকর্মী বা অভিভাবক সম্ভবত এই ভাষণের ভিডিয়ো করেন। সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করতেই শুরু হয় হাসির রোল। অনেকে বলতে শুরু করেন, '২৬ জানুয়ারির স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলেন। আর সেটাই ১৫ অগস্ট আউরে দিয়েছেন।'
দেখুন সেই ভিডিয়ো:
মজার বিষয় হল, তাঁর ভুল সংশোধন করার সাহস পাননি কেউই। সবাই চুপচাপ বসে শুনেছেন। হাততালিও দিয়েছেন। যতই হোক, মাননীয়া সাংসদ বলে কথা!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports