বাংলা নিউজ > ঘরে বাইরে > Biplab Deb Wife Trolled: বিপ্লবের ‘কঠিন সময়ে’ ‘Miracle’ না, স্ত্রী চান ‘Mirakkel’! রাজনীতির ময়দানে ‘কমেডি অফ এররস’
পরবর্তী খবর
চাওয়ার কথা ‘Miracle’, চেয়ে বসলেন ‘Mirakkel’। আর এতেই ট্রোলড বিল্পব দেবের পত্নী নীতি দেব। না, জি বাংলার জনপ্রিয় কমেডি শো-এর কথা বলছেন না নীতি। স্বামী মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। এরপরই ঈশ্বরের অলৌকিক (Miracle) ছোঁয়া চাইতে ত্রিপুরাসুন্দরীর মন্দিরে গিয়েছিলেন নীতি। সঙ্গে ছিলেন বিপ্লবও। সেই ছবি টুইটারে পোস্ট করে ক্যাপশনে ‘Miracle’ বানান ভুল লেখায় ট্রোলড হলেন সদ্য প্রাক্তন হওয়া মুখ্যমন্ত্রী বিল্পবের স্ত্রী। (আরও পড়ুন: কেঁচো খুড়তে বের হল কেউটে, বিপ্লব সরতেই ত্রিপুরায় প্রকাশ্যে BJP-র অন্তর্দ্বন্দ্ব)