বাংলা নিউজ > ঘরে বাইরে > Bharat Gaurav Train during Durga Puja 2023: দুর্গাপুজোয় কলকাতা থেকে চলবে ‘ভারত গৌরব’ ট্রেন, কোথায় যাবে? ট্যুরের খরচ কত?
পরবর্তী খবর
Bharat Gaurav Train during Durga Puja 2023: দুর্গাপুজোয় কলকাতা থেকে চলবে ‘ভারত গৌরব’ ট্রেন, কোথায় যাবে? ট্যুরের খরচ কত?
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2023, 06:39 PM ISTAyan Das
দুর্গাপুজোর মহাষষ্ঠীতে (২০ অক্টোবর) কলকাতা থেকে ট্রেন ছাড়বে ভারত গৌরব স্পেশাল ট্রেন। ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজের আওতায় কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত সেই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে।
দুর্গাপুজোয় কলকাতা থেকে চলবে ‘ভারত গৌরব’ ট্রেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই ও ভারতীয় রেল)
দুর্গাপুজোয় ভারত গৌরব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজের আওতায় কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত সেই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় অসাধারণ অনুভূতি হবে পর্যটকদের। যে পুরো ট্যুরের পরিকল্পনা করেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।
কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজ
১) কতদিনের ট্যুর হবে? ১১ দিন/১২ রাতের ট্যুর হবে।
২) কবে কলকাতা থেকে কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব ট্রেন ছাড়বে? মহাষষ্ঠীতে (২০ অক্টোবর) কলকাতা থেকে ট্রেন ছাড়বে।
৬) কীভাবে কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজের জন্য টিকিট বুক করতে হবে? ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের () অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে হবে। অথবা আইআরসিটিসির কাস্টমার কেয়ার নম্বরে ফোন করতে পারবেন।
এবার দুর্গাপুজো কবে পড়েছে?
২০২৩ সালে দুর্গাপুজো কিছুটা পরে পড়েছে। ১৪ অক্টোবর (২৬ আশ্বিন) পড়েছে মহালয়া। ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর (২ কার্তিক)। আগামী ২১ অক্টোবর (৩ কার্তিক) পড়েছে মহাসপ্তমী। মহাষ্টমী এবং মহানবমী পড়েছে যথাক্রমে ২২ অক্টোবর (৪ কার্তিক) এবং ২৩ অক্টোবর (৫ কার্তিক)। আগামী ২৪ অক্টোবর পড়েছে বিজয় দশমী (৬ কার্তিক)।