সৌদি আরবে একটি বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হল এক বাঙালি যুবকের দেহ। উচ্চ শিক্ষার জন্য তিনি সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে পোস্ট ডক্টরেটের জন্য তিনি পড়াশোনা করছিলেন। সেই বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন যুবকের বৃদ্ধ বাবা মা। জানা গিয়েছে, ওই যুবকের নাম জয়দীপ চৌধুরী (৩৫)। তিনি নিমতার মন্দিরপাড়া নিউরোড এলাকার বাসিন্দা। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে মৃত্যুর রহস্য উন্মোচন করতে এবং তাঁর দেহ দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন জয়দীপের বৃদ্ধ বাবা-মা।
আরও পড়ুন: একইদিনে অশোকা বিশ্ববিদ্যালয় থেকে ২ পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, জয়দীপ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ২০২০ সালে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বরাহনগর থেকে রাশি বিদ্যায় পিএইচডি করেছিলেন। এখানেই থেমে না থেকে তিনি চেয়েছিলেন পোস্ট ডক্টরেট করতে। তাই উচ্চ শিক্ষার জন্য তিনি সৌদি আরবের আবু ধাবি কিংস আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের হস্টেলেই তিনি থাকতেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি কোর্স শেষ করেছিলেন গত অক্টোবর মাসেই। সম্প্রতি প্রজেক্টের কাজ করছিলেন হস্টেল থেকে। তারইমধ্যে এমনবমর্মান্তিক ঘটনা ঘটে গেল।
জানা গিয়েছে, জয়দীপের বাবা রতনকুমার বিএসএনএলে চাকরি করতেন এবং তাঁর মা রুপা চৌধুরী পোস্ট অফিসে চাকরি করতেন। তাঁরা জানান, প্রতিদিন জয়দীপ তাদের নিয়ম করে বাড়িতে ফোন করতেন। তবে শনিবার থেকে জয়দীপের সঙ্গে যোগাযোগ করা যায়নি ফোনে। এরপর রবিবার এবং সোমবারও জয়দীপের সঙ্গে ফোনে কথা না হওয়ায় দুশ্চিন্তায় পড়ে যান তাঁরা। অবশেষে নিমতা থানার পুলিশের মাধ্যমে সোমবার সন্ধ্যায় জয়দীপের মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।