বাংলা নিউজ > ঘরে বাইরে > ইদ কাটতেই রাশ শিথিলতায়, ৫ অগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বাংলাদেশে

ইদ কাটতেই রাশ শিথিলতায়, ৫ অগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বাংলাদেশে

ইদ কাটতেই রাশ শিথিলতায়, ৫ অগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বাংলাদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

কখনও শিথিলতা, কখনও কঠোরতা, এভাবে লকডাউন করে কী কোনও লাভ হচ্ছে? প্রশ্ন আমজনতার।

ইদ করতে যাঁরা গ্রামে গিয়েছেন, তাঁদের মধ্যে গত দু'দিন ধরে একটি খবর চাউর হয়েছে, লকডাউনের ‘শিথিলতা’ কয়েকদিন বাড়ছে। অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় না ফিরলেও দু'একদিন পরও ফেরা যাবে।

কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, ‘শিথিলতা আর বাড়ছে না। শুক্রবার ভোর ৬টা থেকেই কঠোর লকডাউন শুরু হচ্ছে।’ তাঁর মতে, ‘এবার শুধু কঠোর নয়, কঠোরতম লকডাউন হবে। কোন ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে না, এমনকি রফতানিমুখী শিল্প আর কলকারখানাও এই লকডাউনে বন্ধ থাকবে। মানুষের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’

সরকারি কঠোর বিধিনিষেধের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার ঢাকায় ফিরছেন মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে বৃহস্পতিবার ছিল ঢাকামুখী মানুষের স্রোত। আবার রাজধানী ছেড়ে গ্রামেও ফিরছেন অনেকে। একই চিত্র মানিকগঞ্জ-রাজবাড়ির দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরিঘাটেও। শিমুলিয়া ঘাটে দায়িত্ব পালন করা বিআইডব্লিউটিসি এর সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বললেন, প্রায় সব লঞ্চ ও ফেরি চালু রয়েছে। তারপরও যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের জন্য বরাদ্দ ১৯টির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে। আর ৮৭টি লঞ্চের মধ্যে চলাচল করছে ৮৬টি। মহামারীতে ৫০ শতাংশ যাত্রী পরিবহনের বিধান থাকলে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়া হচ্ছে। তাছাড়া পদ্মা উত্তাল হওয়ায় ফেরিগুলো কুলিয়ে উঠতে পারছে না।

সকাল ৯টার গাড়ি ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়েছে সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা এক্সপ্রেসের যাত্রী মীরপুর সিরামিক ও খাদিম সিরামিকসের ব্রাঞ্চ ম্যানেজার আবু তোরাফ নয়ন বিকেল চারটার দিকে ডয়চে ভেলেকে বলেন, সাতক্ষীরা থেকে যশোর পৌঁছাতেই আড়াই ঘণ্টা লেগেছে। রাস্তায় প্রচুর গাড়ির চাপ। তার মধ্য দিয়েই দৌলতদিয়া ঘাটে পৌঁছেছেন আরও ঘন্টাখানেক আগে। গুগল ম্যাপে তিনি দেখেছেন ঘাট থেকে সাড়ে চার কিলোমিটার দূরে আছেন। গত এক ঘণ্টায় আধা কিলোমিটারের মতো গাড়ি এগিয়েছে। শেষ পর্যন্ত কখন ঢাকায় পৌঁছতে পারবেন, তা অজানা।

এদিকে গাবতলীতে বাড়িমুখী মানুষের চাপও বেড়েছে। ঈগল পরিবহনের কাউন্টারে দায়িত্বে থাকা রফিকুল ইসলাম জানালেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে মানুষের চাপ রয়েছে। বহু শ্রমজীবী মানুষ ঈদের সময় কাজ করেছেন, এখন বাড়িতে ফিরছেন। প্রতি ঘন্টায় আমাদের গাড়ি রয়েছে। তারপরও মানুষকে সিট দিতে পারছি না।' কুষ্টিয়া যাওয়ার জন্য কাউন্টারে অপেক্ষা করা একটি পোশাকের দোকানের বিক্রয়কর্মী মহিদ উদ্দিন বললেন, 'কাল থেকে তো সব ১৪ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকায় থেকে কী করব? তাই গ্রামের বাড়ি চলে যাচ্ছি। লকডাউন শেষ হলে আবার ফিরে আসব। মালিক এই কয়দিন বিনা বেতনে ছুটি দিয়েছেন। বলেছেন, আবার সব স্বাভাবিক হলে যখন দোকান খুলবে তখন আসতে।’

এত দুর্ভোগ ঠেলে যে মানুষ ঢাকায় ফিরছেন, শিথিলতা দু'একদিন বাড়ানোর কোনও চিন্তা সরকারের ছিল কিনা? জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, "কোরবানির ইদের জন্য নয় দিন লকডাউন শিথিলের পর শুক্রবার থেকে পুনরায় বিধি-নিষেধগুলি আরোপ হবে, এই সিদ্ধান্ত তো আগেই দেওয়া হয়েছিল। যাঁরা বাড়ি গিয়েছেন, তাঁরা নিশ্চিত হয়েই গিয়েছেন। যাঁরা বাড়ি গিয়েছেন, তাঁদের এখন ফেরার প্রয়োজন কী? সবকিছুই তো বন্ধ থাকবে। ফলে তাঁরা তো ৫ অগস্টের পর আসলেই পারেন। এই দুই সপ্তাহ কঠোরতম অবস্থানে আমরা থাকব। সংক্রমণ নিয়ন্ত্রণে এর বিকল্প নেই।' শুক্রবার ভোর থেকেই পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা মাঠে নামবেন বলেও জানান তিনি।

গত জুন মাসে যেখানে ১ লাখ ১২ হাজার ৭১৮ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছিল, সেখানে জুলাইয়ের ২০ দিনেই দুই লাখ ছাড়িয়ে গেছে। জুনে মারা গিয়েছেন এক হাজার ৮৮৪ জন। সেখানে জুলাইয়ের ২০ দিনেই সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।

কখনও শিথিলতা, কখনও কঠোরতা, এভাবে লকডাউন করে কী কোনও লাভ হচ্ছে? জানতে চাইলে বঙ্গবন্ধু শেষ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘এতে কোনও লাভ হচ্ছে না। এবারও যে কঠোর লকডাউন দেওয়া হবে, তাতে সংক্রমণ কমবে না। আক্রান্তদের আইসোলেশনে পাঠাতে না পারলে সংক্রমণ বাড়তেই থাকবে। এখন যাঁরা গ্রামে গিয়ে সংক্রমণ ছড়িয়ে এলেন বা সংক্রমিত হয়ে এলেন, তাঁকে আপনি কঠোর লকডাউনে যেখানে থাকতে বললেন সেখানে তিনি সংক্রমণ ছড়াবেন। ধানমন্ডির লোক হয়ত গুলশানে গিয়ে সংক্রমণ ছড়াচ্ছেন না। কিন্তু ধানমন্ডিতে তো ছড়াচ্ছেন। ফলে টেস্ট বাড়িয়ে আক্রান্ত মানুষদের আগে চিহ্নিত করতে হবে। এরপর তাদের কোয়ারান্টাইনে পাঠাতে হবে। এতে কষ্ট হবে, কিন্তু ফলও পাওয়া যাবে।’

পরবর্তী খবর

Latest News

কার কাছে কই-র কথা খ্যাত সৃজনী এবার বলিউডে? কোন ধারাবাহিকের হাত ধরে অভিষেক সারবেন যুদ্ধ হলে আর্থিকভাবে ধরাশায়ী হতে পারে পাকিস্তান, বলছে Moody’s Report পাককে ভাতে মারার প্রস্তুতি?আর্থিক স্ট্রাইকের লক্ষ্যে বড় আর্জি ADBকে-Report মে মাসে কেতুর বিশেষ অবস্থান ভাগ্য় পাল্টাতে চলেছে! সৌভাগ্য তুঙ্গে থাকবে ৩ রাশির কে-বিউটির পর আলোচনায় জে-বিউটি, জেনে নিন জাপানি নারীদের সৌন্দর্যের রহস্য সিঁদ কাটার চেষ্টায় পাক ছিঁচকে সাইবার চোররা, নিশানায় ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইট রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিরোধিতায় সিপিএম–কংগ্রেস, কে কি বললেন?খোঁচা‌ কুণালের শাস্তি কমল,প্রোটিয়াদের হয়ে WTC ফাইনাল খেলতে পারবেন রাবাদা, বড় অক্সিজেন পেল GT-ও বলিউডের কোন ৬ সিনেমায় দেখানো হয়েছে এলিয়েনের গল্প দূরত্ব বেড়েছে নীল-তৃণার? 'আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়…', যা বললেন নায়ক

Latest nation and world News in Bangla

যুদ্ধ হলে আর্থিকভাবে ধরাশায়ী হতে পারে পাকিস্তান, বলছে Moody’s Report সিঁদ কাটার চেষ্টায় পাক ছিঁচকে সাইবার চোররা, নিশানায় ভারতের প্রতিরক্ষা ওয়েবসাইট পঞ্জাবের গুরুদাসপুরে অনুপ্রবেশের চেষ্টা! পাকিস্তানিকে পাকড়াও করল BSF এই লোকটাকে চিনলে খবর দিন, জানাল কাশ্মীরের অনন্তনাগ পুলিশ, সামনে থেকে ছবিটাও রইল মনে সব সময় হাসিনা? তরুণ তুর্কীর গাড়িতে হামলায় আটক ৫৪ আওয়ামী লীগ নেতা ওদের শাস্তি দিতেই হবে! পাকের ঘুম উড়িয়ে পহেলগাঁও হামলা নিয়ে মোদীকে ফোন পুতিনের 'সিন্ধু' মহড়ায় ক্ষেপণাস্ত্র লঞ্চ পাকিস্তানের, যুদ্ধ করেই ছাড়বে ইসলামাবাদ? চাকরি চুরির পরে এবার জগন্নাথদেবের নিমকাঠও? পুরীর দয়িতাপতিকে শোকজ! লজ্জার একশেষ! চেনাবের এক ফোঁটা জলও আর যাচ্ছে না পাকিস্তানে, খুব খুশি স্থানীয়রা ছিঃ! ভারতীয় অভিনেত্রীদের যৌনদাসী করে রাখার ইচ্ছে প্রকাশ পাক সাংবাদিকের

IPL 2025 News in Bangla

তোকে শেখানোর কিছু নেই… কোচের মুখে আর্শদীপের প্রশংসা, টেস্টে ডাক পাওয়ার অপেক্ষা চোট ছিটকে দিল তরুণ কিপার, পরিবর্তে ভারতের দ্রুততম T20 সেঞ্চুরিয়ানকে দলে নিল CSK ধোনি তো পন্তের রোল মডেল, ওকে ফোন করুক… ঋষভ কীভাবে ফর্মে ফিরবে? সেহওয়াগের পরামর্শ IPL 2025 ফাইনালের দিনই ভারতের প্লেয়াররা উড়ে যাবেন ইংল্যান্ডে, সিদ্ধান্ত BCCI-এর শ্রেয়সের জাদুকাঠির ছোঁয়ায় বদলে গেছে PBKS! IPL-এ এর আগেও DC, KKR-র ভাগ্য খুলেছেন হয়তো এখনই পন্তের বলা উচিত,পুরান তুমি দায়িত্ব নাও… চাঞ্চল্যকর দাবি অজি প্রাক্তনীর প্রভসিমরনের মধ্যে ধোনির ছায়া খুঁজে পাচ্ছেন হেডেন! ২০১০ সালের কথা মনে পড়ছে অজির IPL-র মাঝেই দুঃসংবাদ! ফের চোটের জন্য ছিটকে গেল SRH ব্যাটার! বদলে দলে এলেন হর্ষ রিয়ান,যশস্বীরা কেউ নতুন নয়,ওরা যথেষ্ট অভিজ্ঞ! KKR-র কাছে RR হারতেই বিস্ফোরক কোচ! KKR-কে প্লে অফের দৌড়ে রেখে IPL-এ বড় নজির নাইট অধিনায়কের! টপকে গেলেন গেইলকে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.