1 মিনিটে পড়ুন Updated: 12 May 2022, 10:34 PM ISTSatyen Pal
সবুজ ধ্বংস করে গ্রিনফিল্ড এয়ারপোর্ট। উপড়ে ফেলা হচ্ছে অসমের চা বাগান। প্রতিবাদে মুখর চা শ্রমিকরা। অশান্তি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
Ad
তৈরি হবে গ্রিনফিল্ড এয়ারপোর্ট। উপড়ে ফেলা হচ্ছে অসমের চা বাগান।(ANI)
বিশ্বকল্যাণ পুরকায়স্থ
প্রতিবাদটা চলছিলই। শেষ পর্যন্ত অসমের কাছার জেলায় সাফ করার কাজ শুরু করে দিল অসম সরকার। মূলত গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির জন্য এই কাজ শুরু হয়েছে।পুলিশের উপস্থিতিতে শ খানেক বুলডোজার উপড়ে ফেলছে সবুজ চা বাগান। এদিকে অশান্তির আশঙ্কায় এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর অন্তত তিন মিলিয়ন চা গাছ উপড়ে ফেলা হবে।
চা বাগানের প্রায় দু হাজার শ্রমিক প্রতিবাদে সরব হয়েছেন। তাঁরা একসময়ে জানিয়েছিলেন, চা বাগান ধ্বংস করার আগে তাদেরকে মেরে ফেলা হোক। এদিকে এনিয়ে প্রশাসনের কাছে বার বার তাঁদের আপত্তির কথাও তাঁরা জানিয়েছেন। তবে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সরকার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটির টাকা মিটিয়ে দেওয়ার উদ্যোগও নিয়েছে।