রাজস্থানের বিকানের জেলায় মর্মান্তিক ঘটনা ঘটল। একটি প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন মৃত্যু হল এক সেনা জওয়ানের। ঘটনাটি ঘটেছে মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে উত্তর ক্যাম্পে। মৃত জওয়ানের নাম চন্দ্র প্রকাশ। একটি গাড়ির সঙ্গে কামান সংযুক্ত করার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় শোকেছে নেমেছে পরিবারে।
আরও পড়ুন: খাদে পড়ে গিয়েছিল গাড়ি, জওয়ান প্রেম কুমারের নিথর দেহ ফিরল কাঁচরাপাড়ায়
মহাজন থানার ওসি কাশ্যপ সিং জানান, একটি সেনা ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জের উত্তর ক্যাম্পে অনুশীলনের জন্য এসেছিল। গত ১৫ ডিসেম্বর এই দুর্ঘটনা ঘটে। চন্দ্রপ্রকাশ প্যাটেল উত্তরপ্রদেশের মির্জাপুরের বাসিন্দা। কামান সংযুক্ত করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ওই জওয়ান পড়ে গিয়ে গুরুতর চোট পান। দুর্ঘটনার পরেই অন্যান্য সেনারা আহত জওয়ানকে দ্রুত সুরতগড়ের সামরিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিয়ম মেনে বিষয়টি সুবেদার সুভাষচন্দ্র মহাজন থানায় জানান। মঙ্গলবার তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, হাবিলদার চন্দ্র প্রকাশ প্যাটেল ভারতীয় সেনাবাহিনীতে ১৩ বছরের বেশি সময় ধরে সেনাবাহিনীতে রয়েছেন। তিনি তাঁর নিজের কর্তব্যের প্রতি খুবই দায়িত্ববান ছিলেন। তিনি মির্জাপুর জেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী এবং ৩ বছরের এক সন্তান রয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। আধিকারিকরা হাবিলদার প্যাটেলের কর্তব্য পালন করার জন্য তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তাঁর পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।