আড়াই দশক পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় আসার পরেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে দিল্লি পুলিশকে বড় নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (দিল্লি পুলিশ আছে শাহের হাতে)। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠাতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য পরিচয়পত্র তৈরি করার চক্রকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই কোনওভাবেই নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না।
আরও পড়ুন: মণিপুরের রাস্তায় মানুষের অবাধ যাতায়াত নিশ্চিত করতে বড় নির্দেশ অমিত শাহের
দিল্লিতে বিজেপি শপথ নেওয়ার ১০ দিন পরে রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ। বৈঠকে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ, দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠকে সভাপতিত্ব করেন শাহ। তিনি যেসব থানা এবং মহকুমা ভালো করছে না, সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভারতে প্রবেশে সাহায্য করা চক্রগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা জাতীয় নিরাপত্তার বিষয় তাই কঠোরভাবে এর মোকাবেলা করতে হবে।
শাহ আরও নির্দেশ দিয়েছেন, আন্তঃরাজ্য গ্যাংগুলিকে নির্মূল করতে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে হবে। মাদকের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন শাহ। তিনি সর্বস্তরে এনিয়ে কঠোর পদক্ষেপ করে মাদক পাচার চক্রকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।