রাতের অন্ধকারে পাকিস্তান থেকে ভারতে হেরোইন পাচার করছিল পাচারকারী। ভারতে প্রবেশের আগেই পাচারকারীর সেই উদ্দেশ্য বানচাল করলো বিএসএফ। পাচারকারী লক্ষ্য করে গুলি চালালেন বিএসএফের জওয়ানরা। যদিও গুলিবিদ্ধ ওই পাচারকারী পুনরায় পাকিস্তানের সীমানায় ফিরে যেতে সক্ষম হয়েছে। তবে তার কাছ থেকে ৮ কেজি ওজনের হেরোইন উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে হেরোইন পাচার করার উদ্দেশ্য ছিল ওই পাচারকারীর। একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে তাকে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। তাকে সতর্ক করা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা। তার কাছে একটি ব্যাগ ছিল। সেটি ফেলে দিয়ে পুনরায় পাকিস্তানে পালিয়ে যায় ওই পাচারকারী। উল্লেখ্য, কিছুদিন আগেই এলওসি হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাবারক হুসেন নামে এক অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ। তার পরেই এই ঘটনা।