দিল্লিতে এক পিভিআর কমপ্লেক্স থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম অশোক। তিনি দিল্লির উত্তম নগরের বাসিন্দা। গতকাল ওই পিভিআর কমপ্লেক্সের ওয়াশরুম থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন। এরজন্য তার চিকিৎসাও চলছিল। সেই অবসাদ থেকেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম) ঘনশয়ম বনসাল জানান, গতকাল দুপুর ১.৩২ মিনিটে একটি পিসিআর কল আসে। তাতে জানানো হয়, পিভিআর কমপ্লেক্সের ওয়াশরুমের ভিতরে একজন ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছে। ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওয়াশরুমের দরজা ভেঙে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার হাতের শিরা কাটা ছিল। ডিসিপি জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরিও পাওয়া গিয়েছে। আহত ব্যক্তিকে দ্রুত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে এটিকে আত্মহত্যা বলেই জানতে পেরেছে পুলিশ।