ইরান সমর্থিত লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষের এক বছরের মধ্যে লেবানন ফ্রন্টে ইজরায়েলের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে চিহ্নিত হয়েছে ইজরায়েলি সামরিক বাহিনীর জন্য। এসবের মধ্যেই নতুন করে খবর আসছে, লেবাননের ৮ ইজরায়েলি সেনার মৃত্যু।
‘ক্যাপ্টেন এইতান ইতজাক ওস্টার, ক্যাপ্টেন হেরেল এটিঙ্গার, ক্যাপ্টেন ইতাই এরিয়েল গিয়াত, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম বারজিলে, সার্জেন্ট ফার্স্ট ক্লাস বা মন্তজুর, সার্জেন্ট ফার্স্ট ক্লাস নাজার ইটকিন, স্টাফ সার্জেন্ট আলমকেন তেরেফ এবং স্টাফ সার্জেন্ট ইডো ব্রোয়ার, সবাই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় নিহত হয়েছেন,’ ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্স-এ পোস্ট করেছে।
ইজরায়েল দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ শুরু করার মাত্র একদিন পরে হতাহতের খবর পাওয়া গেল, যা তার উত্তর ফ্রন্টে সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। উভয় পক্ষ পৃথক বিবৃতিতে চলমান লড়াইয়ের বিষয়টি নিশ্চিত করার পর লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে হিজবুল্লাহ জঙ্গিদের সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে ইজরায়েলি সেনারা।
হিজবুল্লাহ দাবি করেছে, তিনটি ইজরায়েলি মারকাভা ট্যাংক ধ্বংস করা হয়েছে
হিজবুল্লাহকে এই অঞ্চলের অন্যতম শক্তিশালী অ-রাষ্ট্রীয় সামরিক গোষ্ঠী হিসাবে ব্যাপকভাবে পরিচিত, বুধবারের লড়াইয়ে তিনটি ইজরায়েলি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে।