ভারতমালা প্রকল্পের অধীনে একটি নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে পেতে চলেছে রাজ্য। এই এক্সপ্রেসওয়েটি পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশকে যুক্ত করবে। এই এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৫২০ কিলোমিটার। যা উত্তরপ্রদেশের গোরখপুর থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত থাকবে। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে গোরখপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছনো যাবে মাত্র ৬ ঘণ্টায়। এই এক্সপ্রেসওয়ের সবচেয়ে বেশি অংশ থাকবে বিহারে। ২০২৫ সালের মধ্যে এই এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে।
এই এক্সপ্রেসওয়ে তৈরির জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষার কাজ। এই রাস্তা তৈরি হলে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার ও নেপালের মানুষের জন্য উত্তর-পূর্ব ভারত থেকে দিল্লি ও উত্তরাখণ্ডে যাতায়াত করা আরও সহজ হবে। নেপালের সীমান্তের কাছে তৈরি হওয়া এই এক্সপ্রেসওয়েটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর ফলে গোরখপুর থেকে শিলিগুড়ি আরও কম সময়ে পৌঁছনো সম্ভব হবে। বিহারের ৮টি জেলার মধ্য দিয়ে যাবে এই এক্সপ্রেসওয়ে। এগুলি হল পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, শেওহর, সীতামারহি, মধুবনি, সুপল, আরারিয়া এবং কিষাণগঞ্জ। পশ্চিমবঙ্গে এনএইচ ২৭-এর সমান্তরালে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে।