ভয়াবহ পথ দুর্ঘটনা। ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল একটি এসইউভি গাড়ি। যার ফলে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৮ জন বিহারের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে রামবান জেলায়। গাড়িটি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যহত হয়।
আরও পড়ুনঃ রঙের উৎসবে পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর, গাড়িতে ধরানো হল আগুন, লাঠিচার্জ পুলিশের
পুলিশ জানিয়েছে, সব মৃতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। এরমধ্যে দুজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তাদের নাম হল- বলওয়ান সিং। তিনি এসইউভি গাড়ির চালক ছিলেন। আরেকজনের নাম হল- বিপিন মুখিয়া। তিনি বিহারের পশ্চিম চম্পারন জেলার ভাইরাগাংয়ের বাসিন্দা। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। সব মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামবান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অনুজ কুমার জানান, গাড়িটির গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। গাড়ির গতি ছিল ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার। বৃষ্টির কারণে এমনিতেই রাস্তা পিচ্ছিল ছিল। তারফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। জানা গিয়েছে, গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর জলের স্রোতে সেটি ভেসে যায়। এরপর গাড়িটি খুঁজে বের করার জন্য ড্রোণের সাহায্য নেওয়া হয়। পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর এনিয়ে উদ্ধারকাজে নামে। তবে উদ্ধারকারী দলকে সমস্যায় পড়তে হয়। মৃতদের মধ্যে ৮ জন বিহারের বাসিন্দা বলে জেনেছে পুলিশ।