
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গুজরাটের কচ্ছ উপকূলে পাওয়া জীবাশ্ম, বিশ্বের বৃহত্তম সাপের গল্পে নতুন মোড় এনেছে। ভাসুকি ইন্ডিকাস নামের এই প্রাচীন সাপটির দৈর্ঘ্য ৪৯ ফুট এবং ওজন ১,০০০ কিলোগ্রাম, এমনকি সর্বকালের বৃহত্তম সাপ টাইটানোবোয়াকেও ছাড়িয়ে যেতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) রুরকির গবেষকরা ২০ বছর গবেষণার পর এই আবিষ্কারটি বিশ্বের সামনে এনেছেন। বলা হচ্ছে, প্রায় ৪.৭ কোটি বছর আগে, মধ্য ইওসিন যুগে, বাসুকি ইন্ডিকাস জলাভূমিতে বাস করত। এটি ছিল একটি ধীর গতির শিকারী।অ্যানাকোন্ডার মতো শক্ত করে ধরে শিকার করত। এর সম্ভাব্য শিকারের মধ্যে ছিল কুমির, কচ্ছপ এবং প্রাথমিক তিমি।
২০০৫ সালে, গুজরাটের কচ্ছ উপকূলে পানান্ধ্রো লিগনাইট খনিতে ২৭টি মেরুদণ্ডের জীবাশ্ম পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে কুমিরের দেহাবশেষ বলে মনে করা হয়েছিল, কিন্তু ভালো করে গবেষণা করে এখন জানা গিয়েছে যে এটি বাসুকি ইন্ডিকাস নামে একটি বিশাল সাপ। এই আবিষ্কারটি এখন প্রত্নতাত্ত্বিক এবং পুরাণ প্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উল্লেখ্য, প্রায় ১৬ কোটি বছর আগে সাপ সমুদ্রে বাস করত। জীবাশ্মগুলিই প্রমাণ দেয় যে সময়ের সঙ্গে সঙ্গে তারা স্থলভাগে এসে বসবাস শুরু করে। আর বাসুকি ইন্ডিকাস এই বিবর্তনের একটি দুর্দান্ত উদাহরণ।
টাইটানোবোয়া আনুমানিক ৪২ ফুট পর্যন্ত লম্বা। এই সাপটিকেই এতদিন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে বড় সাপ বলে মনে করা হত। কিন্তু ভাসুকি ইন্ডিকাসের আনুমানিক দৈর্ঘ্য ৪৯ ফুট, যা এটিকে বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হিসেবে চিহ্নিত করে। এর প্রস্থ এবং নলাকার দেহ এটির রূপ আরও ভয়ঙ্কর করে তোলে। বাসুকি ইন্ডিকাসের ওজন প্রায় ১,০০০ কিলোগ্রাম অর্থাৎ এক টন বলে অনুমান। বিশাল আকারের সত্ত্বেও, সাপটি ডাইনোসরের মতো প্রাণীদের ধ্বংস করে দেওয়া বিপর্যয়কর ঘটনা থেকেও নিজেকে বাঁচাতে পেরেছিল। স্বভাবিকভাবেই সাপটির অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বিজ্ঞানীদের অবাক করেছে।
প্রসঙ্গত, হিন্দু পুরাণে ভগবান শিবের গলায় জড়িয়ে থাকা বাসুকি সর্প থেকে অনুপ্রাণিত হয়ে বাসুকি ইন্ডিকাস নামটি এসেছে। এই নামকরণ বিজ্ঞান এবং পুরাণের মধ্যে একটি অনন্য সেতুবন্ধন তৈরি করে। অনেকে এটিকে প্রাচীন গ্রন্থে বর্ণিত বিশাল সাপের বৈজ্ঞানিক প্রমাণ হিসেবেও মনে করছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports