World AIDS vaccine Day: কীভাবে শুরু হল বিশ্ব এইডস টিকা দিবস পালন? ফিরে দেখা গত শতকের ঘটনা Updated: 18 May 2023, 07:30 AM IST Sanket Dhar বিশ্ব এইডস টিকা দিবস প্রতি বছর ১৮ মে পালন করা হয়। এই দিন সারা বিশ্ব জুড়ে রোগটি নিয়ে সচেতনতা প্রসার করা হয়। তবে গত শতকে এই দিনটি শুরু হয়েছিল অন্য এক ঘটনার সূত্র ধরে।