ভিডিয়োয় দেখা গিয়েছে চার খুদে মিলে শুরু করেছে একটা সরবতের স্টল। ওদের সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে। তবে শুধু খেলাধুলা করে বা মজা করে এই সময়টা কাটাচ্ছে না তাঁরা। বরং এই ফাঁকা সময়টায় শুরু করেছে ছোট্ট এই ব্যবসা।
পরীক্ষা শেষে ঘুরতে যাওয়া নয়, বরং ছোট্ট স্টল খুলে বসেছে চার খুদে! স্যোশাল মিডিয়ায় ভাইরাল তাদের ভিডিয়ো
বদলেছে সময়, তাই বদল এসেছে চিন্তা ভাবনাতেও। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়া মানেই অনেকের কাছেই কোথাও ঘুরতে যাওয়ার আদর্শ সময়। দূরে কোথাও না হোক মামারবাড়ি বা মাসি, পিসির বাড়ি অনেকেই এই সময়টা ছুটি কাটাতে যায়। আর যদি এই সব না হয় তবে বাড়িতে থাকে একরাশ গল্পের বইয়ের পসরা আর সঙ্গে থাকে পাড়ার বন্ধুদের সঙ্গে খেলাধুলা। কিন্তু এবার একেবারে অন্য ছবি ধরা পড়ল কলকাতার দমদম অঞ্চলে। সেখানকার কিছু খুদের ভিডিয়ো বর্তমানে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল।
উত্তান বিশ্বাস নামে এক নেটিজেন ভিডিয়োটি পোস্ট করেছেন। বর্তমানে ভিডিয়োটি স্যোশাল মিডিয়ায় দারুণ ভাবে ভাইরাল। এই ভিডিয়োয় দেখা গিয়েছে চার খুদে মিলে শুরু করেছে একটা সরবতের স্টল। আসলে স্যোশাল মিডিয়ায় এই যুগে এখন থেকে তাঁদের ভাবনা অনেকটা পরিষ্কার। সময়ের স্রোতে গা ভাসিয়েছে তারা। ওদের সবে মাত্র পরীক্ষা শেষ হয়েছে। তবে শুধু খেলাধুলা করে বা মজা করে এই সময়টা কাটাচ্ছে না তাঁরা। বরং এই ফাঁকা সময়টায় শুরু করেছে ছোট্ট এই ব্যবসা।
দমদম মতিঝিলের কাছে গেলেই দেখা মিলবে এই দোকানের। ভিডিয়োয় দেখা গিয়েছে খুদেদের এই ছোট্ট স্টলের নাম ‘লেমনেড’। এখনও তাদের স্টলের বয়স একমাসও হয়নি। কিন্তু এর মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। তারা জানিয়েছে, অনেকেই তাদের কাছে এই সব রকমারি চা ও সরবতের স্বাদ নিতে আসেন।
সকালে তাদের স্টলে নানা রকমের সরবত পাওয়া যায় আর বিকেল হলেই সরবত ও মকটেলের সঙ্গে বিভিন্ন রকমের চা বানিয়ে বিক্রি করে তারা। শুধু কি তাই, ছোটবেলার সকলেরই কম বেশি প্রিয় পেপসিও এখানে পাওয়া যায়। এই খুদেদের স্টলে বিক্রি হওয়া বিভিন্ন পানীয়ের দামও বেশ অল্পের মধ্যেই। চারজন বন্ধু মিলে এই ছোট্ট স্টলটা শুরু করেছে। তাদের মধ্যে দু'জন ক্লাস ৯-এ পড়ে। আর একজন পড়ে অষ্টম শ্রেণিতে। আর একজন তার থেকেও ছোট।