বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। যে অসুখটিকে এক সময়ে শুধু পাখির মধ্যেই সীমাবদ্ধ বলে ধরে নেওয়া হয়েছিল, এখন সেটি নিজের রূপ বদলাচ্ছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর তার ফলেই ক্রমশ বাড়ছে উদ্বেগ। এর আগে এমন কোনও বার্ড ফ্লু সংক্রমণের রেকর্ড নেই, যেখানে এক সঙ্গে এত পাখি আক্রান্ত হয়েছিল। আর সেই কারণেই ভয় আরও বেড়েছে।
সেই ভয়ই আরও বাড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাWHO-র সাম্প্রতিক ঘোষণা। বলা হয়েছে, বার্ড ফ্লুর জন্য দায়ী যেH5N1ভাইরাস, সেটি নিজের গড়ন বদলাচ্ছে। অর্থাৎ মিউটেশন হচ্ছে এই ভাইরাসের। এবার এটি মানুষকেও সংক্রমিত করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর তাতেই এটি নিয়ে উদ্বেগের পরিমাণ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: শুধু পাখি নয়, বার্ড ফ্লু হতে পারে মানুষেরও, ভাইরাসের বদল দেখে সাবধান করল WHO
এই অসুখটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা রইল এখানে:
১। ১৯৯০ সাল থেকে এই অসুখটি সম্পর্কে জ্ঞাত হয়েছেন বিজ্ঞানীরা। তার পর থেকেই এটির উপর নজরদারি চলছে।
২। বর্তমানে যে বার্ড ফ্লু ভাইরাসের যে রূপটি মারাত্মক আকার নিয়েছে, সেটি হলavian influenza A (H5N1) 2.3.4.4b।
৩। ২০২০ সাল থেকে পরিযায়ী পাখির মারফত এই রোগটি ছড়াচ্ছে। এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট।