গরমের দিনে ত্বকের পরিচর্যার পাশাপাশি চোখ ও পায়ের পাতার যত্নও জরুরি।গরমে চোখে বারবার জলের ঝাপটা দিন। রোদে বের হলেই মনে করে পরুন সানগ্লাস। এছাড়াও প্রখর রোদে লিপ বাম জরুরি ঠোঁটের জন্য। বাড়ি ফিরে পায়ের পাতার নিচে জেল লাগিয়ে নিতে ভুলবেন না। তাতে কড়া রোদে ত্বক ফাটার সমস্যা থাকলে তা কেটে যাবে। পায়ের পাতা থাকবে সুন্দর।
Ad
গরমে ত্বকের পরিচর্যায় কিছু সহজ উপায় জানুন।
রোদের তেজ হু হু করে বেড়ে যাচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, গরম। এই পরিস্থিতিতে শরীর ঠান্ডা রাখা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রয়োজন ত্বকের যত্নের। শুধু শরীরই নয়, ত্বকেরও গরমের দিনে প্রয়োজন হয় শীতলতার। আর এই কারণেই নানাবিধ ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে বিশেষ প্যাক। রয়েছে আরও এক গুচ্ছ ঘরোয়া উপায়, যা ত্বককে ভাল রাখে।
গোলাপের পাপড়ি দিয়ে উপকারি প্যাক
বারবার ঘাম হলেই তা মুছে ত্বক থেকে সরিয়ে দিয়ে থাকি আমরা। অনেকেই ঘাম ঘষে নিয়ে ত্বক থেকে সরিয়ে ফেলেন। আর ঘষে যাওয়া ত্বক নিজের স্বাভাবিক জৌলুস হারাতে থাকে। এই জন্য বিশেষজ্ঞরা বলছেন, ঘরেই একটি বিশেষ প্যাক বানিয়ে নিতে। দল গরম করে তাতে মধু, গোলাপ জল দিয়ে দিন। এরপর অন্যদিকে গোলাপের পাপড়ি ধুয়ে খানিকটা শুকিয়ে নিন। সেই শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি, ওই গরম জলে দিয়ে দিন। তারপর তা ঠাণ্ডা হতে দিন। অন্যদিকে, দুধ একটু ফুটিয়ে নিন। দুধ ঠাণ্ডা হলে তা ওই জলের মিশ্রণে দিয়ে দিনয এরই সঙ্গে শেষে ওই মিশ্রণে নিন খানিকটা আটা। এটি মুখে খানিকক্ষণ লাগিয়ে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের চেহারাই পাল্টে দেবে। আরও পড়ুন- অর্থ, প্রেমভাগ্য তুঙ্গে রাখতে কিছু বাস্তুটিপস! রান্নাঘরে ঘি, বঁটি রাখুন এইভাবে
চোখ ও পায়ের পাতার যত্ন
গরমের দিনে ত্বকের পরিচর্যার পাশাপাশি চোখ ও পায়ের পাতার যত্নও জরুরি।গরমে চোখে বারবার জলের ঝাপটা দিন। রোদে বের হলেই মনে করে পরুন সানগ্লাস। এছাড়াও প্রখর রোদে লিপ বাম জরুরি ঠোঁটের জন্য। বাড়ি ফিরে পায়ের পাতার নিচে জেল লাগিয়ে নিতে ভুলবেন না। তাতে কড়া রোদে ত্বক ফাটার সমস্যা থাকলে তা কেটে যাবে। পায়ের পাতা থাকবে সুন্দর।
গরমে কেমন মেক আপ প্রয়োজন?
গরমের দিনে হালকা মেক আপ করুন। এতে ত্বক থাকবে সতেজ। টিন্টেড বাম বা ময়েশ্চরাইজার ব্যবহার করলে গরমে ত্বক নিজের ঔজ্জ্বল্য হারাবে না।
সপ্তাহে কতবার স্ক্রাবিং জরুরি?
বিশেষজ্ঞরা বলছেন, ডেডস্কিন সরিয়ে ফেলতে সপ্তাহে দুই বার অন্তত সক্রাবিং প্রয়োজন। এতে ত্বক খুবই ভাল থাকে। মুখের পাশাপাশি, গলা, ঘাড়, বুকের ওপর পর্যন্তও স্ক্রাবিং প্রয়োজন।
রোদে ত্বক পুড়ে গেলে অ্যালোভেরা পাতার ভিতরের অংশের জেল লাগিয়ে নিতে পারেন। এছাড়াও ভিটামিন সি সিরাম, বা অ্যান্টিঅক্সিডেন্ট লাগিয়ে নিতে পারেন ত্বকে। এতে মিলবে উপকার।