
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Optical Illusion Test: চোখের ধাঁধা অপটিকাল ইলিউশন। কিন্তু কখনও কখনও এটি বুদ্ধির পরীক্ষাও নেয়। উপরের ছবিটিতে রয়েছে কতগুলি বিড়াল। কিন্তু এর মধ্যে থেকেই খুঁজে বার করতে হবে কোন বিড়ালটি বেমানান। উত্তরের উপর নির্ভর করছে ভাবনাচিন্তা কেমন।
সাধারণত ধাঁধার উত্তর ভাবতে বসলেই আমরা তলিয়ে ভাবা শুরু করি। প্রতিটি শব্দকে ভালো করে পরখ করি, কারণ তার মধ্যেই লুকিয়ে থাকে উত্তর। কিন্তু অপটিকাল ইলিউশনে শব্দের সঙ্গে খেলার কোনও সুযোগ নেই। কারণ এখানে সবটাই ছবি। তাই ছবির মধ্যে থেকেই খুঁজে নিতে হবে সঠিক উত্তর। উপরের ছবিতে রয়েছে বেশ কয়েকটি বিড়াল। কিন্তু এর মধ্যে একটি বিড়াল বেমানান। সেই বিড়ালটি খুঁজে পাচ্ছেন কি না তার উপর নির্ভর করবে আপনি কোন প্রাণী বেশি পছন্দ করেন।
আরও পড়ুন — Optical Illusion: প্রথমবার তাকিয়েই ফুল দেখলেন না মুখ? ছবিই জানান দেবে আপনি হাসিখুশি না রাশভারী
সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই অপটিকাল ইলিউশন। বলা হচ্ছে, যিনি বিড়াল পোষ্য হিসেবে পছন্দ করেন তার এই উত্তর দিতে ১০ সেকেন্ডের বেশি লাগবে না। উত্তরও দেওয়ার সময়ও বেঁধে দেওয়া হয়েছে ১০ সেকেন্ডের মধ্যেই!
এবারে জেনে নেওয়া যাক উত্তর। সঠিক উত্তরটি হল নিচের ছবিতে গোল করে দাগানো বিড়ালটি। অন্য সবকটি বিড়ালই ইঁদুরের সঙ্গে খেলছে বা ইঁদুরকে তাড়া করছে। কিন্তু এই একটিমাত্র বিড়ালের কাছে কোনও ইঁদুর কিন্তু নেই।
আরও পড়ুন — Optical Illusion: বাঘ না হাতি, ছবিতে তাকিয়েই কোনটা আগে দেখলেন? প্রাণীই বলে দেবে আপনার মনের ধরন
তিনি আদতে বিড়াল প্রেমী বলেই দাবি নেটপাড়ার। কারণ একজন বিড়ালপ্রেমী খুব কাছ থেকে বিড়ালের সবকটি লক্ষণ দেখে থাকেন। কিন্তু যিনি বিড়ালপ্রেমী নন, তাঁর চোখে এই ব্যাপারটি সহজে ধরা পড়ার কথা নয়।
নেটপাড়ার দাবি, তিনি বিড়ালপ্রেমী না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তিনি বিড়ালের সবকটি লক্ষণ কাছ থেকে দেখেন না। ফলেই এই ছবি থেকে সহজে বেমানান বিড়াল আলাদা করতে পারবেন না বা পারলেও ১০ সেকেন্ডের বেশি সময় লাগবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports