
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Optical Illusion: অপটিকাল ইলিউশন হল দৃষ্টিভ্রমের ছবি। অর্থাৎ যে ছবি চোখকে ধাধা দেয়। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে মাঝে মাঝেই এমন বেশ কিছু অপটিকাল ইলিউশনের ছবি আসে। কিছু অপটিকাল ইলিউশন আমাদের মনের ধরনধারনও কিন্তু বলে দিতে পারে। যেমন ধরা যাক, এই ছবিটা। এই ছবিটি দেখে কে কী ভাবছেন, তার উপরেই নির্ভর করবে কার মানসিকতা কেমন।
প্রসঙ্গত, ছবিতে একই সঙ্গে দেখা যাচ্ছে, একটি কাঠবিড়ালি, একটি হাতি, একটি ঈগল, একটি বাঘ, একটি মাছ ও একটি কুকুর। কিন্তু যে যেটি প্রথমে দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী ঠিক হচ্ছে তাঁর মানসিকতা কেমন।
আরও পড়ুন - দু অক্ষরের সংস্কৃত শব্দ, ভারতের সবচেয়ে ছোট নামের রেল স্টেশন নাকি এটাই
আরও পড়ুন - ভোটার কার্ডে নাম ভুল বা ঠিকানা গরমিল? জেনে নিন বাড়ি বসেই ঠিক করার পদ্ধতি
বাঘ: যদি কেউ প্রথম দেখায় বাঘ দেখেন, তাহলে মনোবিজ্ঞানীদের মতে তিনি উচ্চাকাঙ্খী ও বদমেজাজি প্রকৃতির। তারা জীবনে বড় বড় সাফল্য অর্জন করে থাকেন। এদের ইচ্ছাশক্তি প্রবল। কিন্তু তাদের বেপরোয়া স্বভাব মাঝে মধ্যেই বিপদ ডেকে আনতে পারে।
হাতি: কেউ যদি প্রথমে হাতি দেখেন, তাহলে তিনি খুবই পরোপকারী, উদার, বিচক্ষণ ও ধৈর্যবান। তারা কখনো উচ্চাকাঙ্খী নন, বরং অল্পেই সন্তুষ্ট থাকেন। বিচক্ষণতা ও বিবেচনাবোধ তাদের সাফল্য এনে দেয়। এ ধরনের মানুষের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ।
ঈগল: যদি কেউ ছবিতে প্রথমবারে ঈগল দেখেন, তাহলে তিনি পরোপকারী, উদার, উচ্চাকাঙ্খী ও আত্মবিশ্বাসী মানুষ। এ ধরনের মানুষ সমাজে বেশ সম্মানীয়। আবার অনেক আন্তরিকও।
আরও পড়ুন - ত্বকের সমস্যার ভয় নেই আর, বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির, রইল রেসিপি
আরও পড়ুন - চা বানিয়ে চা পাতা ফেলে দিচ্ছেন? রেখে দিলে কী কী উপকার জানুন
কুকুর: যদি কেউ প্রথম দেখায় কুকুর দেখতে পান, তাহলে তিনি অনুগত, বিশ্বস্ত, বুদ্ধিমান, আন্তরিক ও বিচক্ষণ প্রকৃতির ব্যক্তি।
মাছ: ছবিতে প্রথম দেখায় কেউ যদি মাছ দেখেন, তাহলে মনোবিজ্ঞানীদের মতে তিনি একজন সদা সক্রিয়, বিচক্ষণ, সচেতন, অস্থিরচিত্ত ও রহস্যময় প্রকৃতির মানুষ।
কাঠবিড়ালী: কেউ যদি প্রথম দেখাতেইছবিতে কাঠবিড়ালি দেখতে পান, তাহলে মনোবিজ্ঞানীদের মতে, তারা বুদ্ধিমান, নিষ্ঠাবান, আত্মবিশ্বাসী,সচেতন, সদা সক্রিয় প্রকৃতির হয়ে থাকেন। তাদের অদম্য উৎসাহ আর শক্তিই সাফল্যের চাবিকাঠি। এরা সমাজে জনপ্রিয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports